প্রশ্ন যদি এমন হয়!

সাবিনা ইয়াসমিন ৫ অক্টোবর ২০২০, সোমবার, ০২:২২:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

- আজকে আমি অনেক খুশি। মনে হইতাসে বেহেশতে আছি। আমি মরার পরে বেহেশতে তুমারেই আমার বউ করতে চাই। তুমিও বেহেশতে যাওয়ার প্রস্তুতি নিও। নিয়মমাফিক চেষ্টা না করলে কিন্তু আমার বউ হইতে পারবানা।

= দুনিয়ার থেকেও বেশি সুখ-শান্তি ছাড়া বেহেশতে আর কি আছে?

- বেহেশতে কি নাই তাই জিগাও। যা চাইবা, যা কোনোদিন কল্পনায় আনতে পারো নাই ঐসবই থাকবো। সবচেয়ে বড় কথা দোযখের আগুনের ভয় নাই।

= হুর-গেলমান?

- হ, তাতো থাকবোই। তয় ঐগুলা শুধু পুরুষের জন্যে। মহিলারা চাইলে বেহেশতি পুরুষের বউ হইবার পারবো।

= হুর পাওয়ার আশায় যারা নিজেগো দমন রাখে তারা গেলমান পাওয়ার আশায় নিজের হাউশ দমন করে না ক্যান?

- মানে কি কইতে চাও?

=আপনেরা পোলাপানগুলারে বলাৎকার ক্যান করেন ? দুনিয়ার পোলাগুলা কি গেলমানের চাইতে বেশি সুন্দর!

************************************************************************

- নাম?

= মালতী

- এহ, তোমার বাপে এইটা কি নাম রাখছে? নামাজী মানুষের মাইয়্যার এমুন নাম কেউ রাহে!

= ক্যান? ফুলের নামে নাম রাখছে। আমার বাজান ফুল অনেক ভালো পায়, এইর লাইগ্যা মালতী ফুলের নামে নাম রাখছে। ফুল পছন্দ করলে পাপ হয় নাকি?

- না, পাপ হইতো কেরে, তয় এমুন ফুলের নাম রাখন উচিৎ ছিল যেটাতে বিধর্মীর ছাপ নাই। যাউগ্যা, আইজ থ্যাইক্কা তুমার নাম ফুলি। তোমার বাজানের পছন্দডাও থাকলো, আবার নামডাও ঠিকঠাক হইলো।

= ফুল- ফল, জন্তু-জায়গা সবইতো তাগোর নিজের ভালো-মন্দ দিয়া পরিচয় হয়, তাইলে মানুষের নামের বেলায় এতো তকমা ক্যান?  মানুষ কি খালি নামেই পরিচিত পায়?

 

* ছবি - নেট থেক।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ