“প্রলাপ“

রোবায়দা নাসরীন ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৯:০০:১৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

তুমি সফেদ সমুদ্র ,
অথৈ জলের মায়াবী নীল...
আমি বেলোয়ারি মেঘ হয়ে
আবির ছড়াই তোমার বিশালতায় ।

তুমি মায়াবী ধুসর মেঘে
শেষ বিকেলের গোধুলীর রং ,
আমার এ নিস্পাপ মন
তোমাতে করি নিবন্ধন।

তুমি সদ্য বৃষ্টি ভেজা তরু,
পবিত্র সবুজ জরাহীন প্রাণ,
আমি সাহসী উচ্চারণে
সমর্পিত তোমার চরণ তটে।

তুমি রোদেলা দুপুর !!
ঝাঁঝালে ব্যক্তিগত সুখ ।
আমার কষ্টের অমনিবাস
তোমার সে সুখে হোক বিলীন।

তুমি কবিতার এক সদ্য প্রসুত স্তবক
আমার কম্পিত অধরে উচ্চারিত বারংবার,
আমি সেজদায় নত ! ধ্যানরত
ভালোবাসি শুধু তোমায় ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ