প্রমত্ত ব্জ্রবৃষ্টি

ছাইরাছ হেলাল ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০৫:১১:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

নামি নামি বৃষ্টি;
অপেক্ষারা ডানা মেলে বসে আছে
একটু ভিজবে বলে;
গাছেদের পাতারা হাসাহাসি বন্ধ করে
গা-য়ে গা-লাগিয়ে ফিস ফিস করছে
ওদের ও চাই, একটু;
ক্লিষ্ট-পথিক ক্লেশ লুকিয়ে ব্যাকুল ইতিউতি,
মধুর স্তনন তার ও একটু চাই;
দুরন্ত-ঈগল রক্ত-চোখ পাহারায়,
ভাগ চাই;
পুলকিত সোহাগ শিহরণে উন্মাতাল
স্বমেহনে ব্যস্ত কামুক কাঠ-রোদ্দুর
তার ও চাই, সামান্য;

নির্জীব-ন্যুব্জ নয়,
প্রমত্ত বজ্র সমেত প্রত্ন-বৃষ্টি খচ্‌খচে ঠাটবাঁটে
ক্রমশ শিরদাঁড়া বেয়ে নীচে নেমে যাচ্ছে
সৃষ্টির অনুকূলে।

ছবি......নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ