
নামি নামি বৃষ্টি;
অপেক্ষারা ডানা মেলে বসে আছে
একটু ভিজবে বলে;
গাছেদের পাতারা হাসাহাসি বন্ধ করে
গা-য়ে গা-লাগিয়ে ফিস ফিস করছে
ওদের ও চাই, একটু;
ক্লিষ্ট-পথিক ক্লেশ লুকিয়ে ব্যাকুল ইতিউতি,
মধুর স্তনন তার ও একটু চাই;
দুরন্ত-ঈগল রক্ত-চোখ পাহারায়,
ভাগ চাই;
পুলকিত সোহাগ শিহরণে উন্মাতাল
স্বমেহনে ব্যস্ত কামুক কাঠ-রোদ্দুর
তার ও চাই, সামান্য;
নির্জীব-ন্যুব্জ নয়,
প্রমত্ত বজ্র সমেত প্রত্ন-বৃষ্টি খচ্খচে ঠাটবাঁটে
ক্রমশ শিরদাঁড়া বেয়ে নীচে নেমে যাচ্ছে
সৃষ্টির অনুকূলে।
ছবি……নেট থেকে।
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সবাই চাই ভিজতে, শীতল হতে। হচ্ছি দু’দিন ধরে। ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে।বাইরে কাজের সময় বৃষ্টি হলে মেজাজ বিগড়ে যায় রাস্তা ঘাটের কথা চিন্তা করে। ভালো থাকবেন বৃষ্টি নিয়ে
ছাইরাছ হেলাল
আমার প্রিয় বৃষ্টিকে নিয়ে ভাল আছি,
আপনিও ভাল থাকবেন।
ও হ্যাঁ, ধন্যবাদ প্রথমের জন্য।
সুরাইয়া পারভীন
প্রমত্ত বৃষ্টির ছন্দে ছন্দে সবাই ভিজাচ্ছে/ভিজছে
দুর্ভাগ্য দেখুন আমার শহরে বৃষ্টিও নেই
নেই মন মাতানো টাপুর টুপুর বৃষ্টির সুর
একটু বৃষ্টি বিলাসী হতে যে আমার ও ইচ্ছে করে
ছাইরাছ হেলাল
দেখবেন আবার যেন বানভাসি হয়ে না পড়েন!
এখন আপনি সুন্দর মন্তব্য করেন।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
অপেক্ষার অবসান ঘটিয়ে
আলতো স্পর্শে ছুঁয়ে দেবে
গা-য়ে গা-লাগিয়ে কাছে ফিসফিসিয়ে
ভালোবাসা বাসির কথা বলবে
আদর সোহাগ মাখা শব্দে বলবে
আমার কিন্তু ভাগ নয় পুরোটাই চাই
শিহরণ জাগানো তনু, লজ্জায় রাঙা মন
যাহ্ দুষ্টু বৃষ্টি…..🙈
ছাইরাছ হেলাল
এ মন্তব্যের উত্তর যথাযথ ভাবে দিতে অপারগ,
তবে বৃষ্টি-সখ্যতার বর্ণনা অবশ্যই সুন্দর।
মাহবুবুল আলম
নামি নামি বৃষ্টি;
অপেক্ষারা ডানা মেলে বসে আছে
একটু ভিজবে বলে;
নান্দনিক কাব্যিক ব্ঞ্জনা। কবিতা ভাল লেগেছে।
শুভকামন।
ছাইরাছ হেলাল
আপনি পড়ছেন দেখে ভাল লাগল।
অনেক ধন্যবাদ, নিরাপদে থাকবেন আপনি।
কামাল উদ্দিন
আমার ভাতিজার ঘরের একটা নাতনী আছে, সে সব সময় আমার কাধেই বেশী ঝুলে। ও আজকে বায়না ধরেছিল বৃষ্টি নামলেই ভিজবে, আমিও ওর কথায় সায় দিয়েছিলাম। কিন্তু যখন বৃষ্টি নামলো ভেজার জন্য দুজন প্রস্তুতি নিচ্ছিলাম অমনিতেই বাধা। বৃষ্টিতে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগানো মানেই করোনাকে ডেকে আনা। কি আর করা বাথরুমে ঢুকে গেলাম।
তবে আজ দুপুরের বৃষ্টিটা সৃষ্টির অনুকুলেই ছিলো। ওর ঘুম পাড়ানি গান আমার একটা জম্পেস ঘুমের সৃষ্টি করেছে। রাতেও মনে হয় তাই হবে।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি বৃষ্টিতে ভাব বসিয়ে নিয়েছেন ভাল করেই।
নাতনীকে কিন্তু ঠাণ্ডায় নেয়া যাবে না, সাবধান।
ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
দারুন লিখছেন ভাইয়া।
বৃষ্টি সবার প্রিয় আমারও, ভিজতে ভালো লাগে, সাথে আম্মু বকুনি বৃষ্টি ভেজার আনন্দ বাড়িয়ে দেয়।
ভালো থাকুন, সাবধানে থাকুন
ছাইরাছ হেলাল
বৃষ্টি-ভেজা হতে কে না চায়! হোক না সে বকুনি সমেত।
তবে এবারে একটু সাবধানে থাকবেন।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
নামি নামি বৃষ্টি;
অপেক্ষারা ডানা মেলে বসে আছে
একটু ভিজবে বলে;
প্রমত্ত বৃষ্টির ছন্দে ছন্দে সবাই ভিজাচ্ছে/ভিজছে।
চমৎকার লিখেছে দাদা ,
ভালো থাকুন সবসময় শুভ কামনা //
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
আরজু মুক্তা
আহা, বৃষ্টি।
ছাইরাছ হেলাল
আহা মন্তব্য।
সুপায়ন বড়ুয়া
যা বৃষ্টি পড়ল। ভাবলাম ভিজে শান্তি পান।
যথারীতি হতাশ করে কঠিন কাব্য কথন।
যেটা আপনার দ্বারাই সম্ভব।
ভালই লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বৃষ্টি তো শুরু হলো মাত্র!
না না, কঠিন কৈ!
আপনি ভাল থাকবেন।
তৌহিদ
আমাদের এখানে সেই পহেলা বৈশাখ থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আহা! কতদিন বৃষ্টিতে ভিজিনা!
ছাইরাছ হেলাল
আমাদের এখানে এই দু’দিন মাত্র বৃষ্টি এলো, অনেক অপেক্ষার পর।
ফয়জুল মহী
মনোহর লেখনী ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
হালিম নজরুল
দীর্ঘদিন আমি আপনার একান্ত অনুভূতি পড়ছি। এবার আপনার কবিতা পড়তে চাই।
ছাইরাছ হেলাল
কবিরা মহৎ-প্রাণ হয় বলেই ‘দীর্ঘদিন’ কে ক্রম-দীর্ঘায়িত করার ক্ষমতায় বলিয়ান থাকে।
‘ফুলের সহিত থাকিয়া আমি সুবাদে হইনু খাঁটি’, সে-টুকুরই মাত্র অপেক্ষায় আছি।
ভাল থাকবেন।
হালিম নজরুল
আপনি কী আমাকে আরও দীর্ঘ প্রতীক্ষায় প্ররোচিত করিতেছেন ভাইজান!!!!
ছাইরাছ হেলাল
কবিদের জন্য এ কোন ব্যাপার-ই না।
জিসান শা ইকরাম
সবারই বৃস্টি চাই,
এসে গিয়েছে তো।
ছাইরাছ হেলাল
সবার ই তা চাই, পাচ্ছি কী না সেটাই ভাবনা।
সাবিনা ইয়াসমিন
কাল থেকে বৃষ্টি হচ্ছে, আসলে কাল থেকে না। পরশু থেকে। ঝড় + বৃষ্টি। কয়েকবার প্রস্তুতি নিলাম ভিজবো বলে। কিন্তু উঠোনে নামতেই ধুপধাপ শীল পড়া শুরু হলো। গেলো আমার সব পরিকল্পনা বৃষ্টির পানিতে ভেসে! থাকগে তাতে কি? এমন বৃষ্টিময় লেখায় বৃষ্টি বেশ জোরেসোরেই নেমেছে দেখতে পাচ্ছি 😜😜
ছাইরাছ হেলাল
আপ্নার গোল গোল চোখে কত কী না দেখতে পান।
এইডা ঠিক ঠিক বৃষ্টি-ফৃষ্টি কী না বুঝতে পারছি না।
কাশি এড়িয়ে নিরাপদে থাকুন।