
তোমাকেই প্রয়োজন ধ্রুবতারা,
বন্দরে অচেনা তিমির পাল পৌঁছেছে সবে,
কড়া নুন মিশছে ধীরে বহতা নাফের বুকে,
ভালোবেসে প্রমত্তা নদী মোহনায় পৌঁছাবে!
ঝংকারে ঝলসায় দিন শেষে জলসায়
নিভু নিভু প্রদীপেরা,
জানালার পর্দায় উৎসব মত্ত হাওয়ায়,
বাতাসে অপেক্ষমাণ স্তব্ধ নক্ষত্রেরা!
দুই চোখে ঢেউয়ে ভাসে উজ্জ্বয়িনীর মায়া,
হয়ত সে মিশে আছে মেঘের নাব্য নীলে,
ভোরে আকাশে খোঁজ নেয় তার দুর্নিবার,
মাতাল তিমির দল দশদিক ভুলে!
চরাচর তন্তুময় আগুনে আকার,
পুতুলের মৃদু মন যত্নে রেখেছিল কোলে,
শ্রাবণ বৃক্ষের মতো যদি সে পাঠায় ডাক,
বুকে নিয়ে প্রশান্ত ফানুস,
আমিও ডুবতে রাজি যাদুময় জলে!
তোমাকেই প্রয়োজন ঝংকৃত ভায়োলিন,
পুরাতন অলিন্দে নৃত্যরত ঝরাপাতা সব,
সুরের টানে বুকে বোধ হয় চিনচিন,
মরমর শব্দের তোড়ে মন উচাটন,
ফার্ন জুড়ে গড়ালো কতো শিশিরে শব্দ জল,
রাত জেগে নামলো এক দীর্ঘ লিরিক্স!
স্বপ্নের আঁকিবুঁকি আনে অচেতনে স্বাদ,
ঘুমঘোরে জেগে দেখি পায়ের কাছে,
পোষা বিড়ালের মতো চেনা গন্ধ শুঁকে,
আনমনে অপেক্ষায় সুগভীর খাদ!
ক্রমশ নিচ্ছে টেনে অনেক গভীরে,
প্রস্ফুটিত অনামী বিরল ফুল,
ভায়োলিন বিষাদের সুর তোল জোরে!
তুন্দ্রায় পরাস্ত অনমনীয় ফাঁদ,
তুষার ভালুকের লোমশ শাবকের মতো,
ধীরে পায়ে হেঁটে মৃদু উষ্ণতা পৌঁছাক!
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আপনার কবিতা পড়লে আমার মন আনন্দে ভরে উঠে সৌবর্ণ। এমন লেখায় মন্তব্য দিতে ভয় হয়, পাছে ভুল পাঠপ্রতিক্রিয়ায় জানিয়ে যদি ভালোলাগার রেশ কেটে যায় তাহলে আমারই লস হবে।
এই লেখায় তাই মতামত বাদ, কবিতার যাদুময় জলে ডুবে থাকি।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য 🌹🌹
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন আপু। আপনাদের এই উৎসাহেই আনাড়ি হাতে লিখি দু চার লাইন। শুভকামনা সতত।
বোরহানুল ইসলাম লিটন
অনন্য শব্দ চয়ণ ও উপমার সমাহার!
হৃদয়কাড়া সুধার ধারা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন সুপ্রিয় ব্লগার।
রোকসানা খন্দকার রুকু
শব্দের খেলায় ডুবে থাকলাম কিছুখন। কবিতায় একরাশ মুগ্ধতা। অনেক অনেক শুভকামনা 🌹
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন।
জিনিয়া জুঁই
শব্দের ঠাস বুননে অনন্য! একরাশ মুগ্ধতা🌸
সৌবর্ণ বাঁধন
শুভকামনা ও ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
কবিতার ছত্রে ছত্রে বাজছে অমিয় ভায়োলিন,
এমন সুখপাঠ্য কবিতা যিনি লিখেন, তার জন্য তুন্দ্রা ও নন্দনকানন!
অনেক শুভেচ্ছা জানবেন।
সুন্দর সুন্দর কবিতা লিখুন পড়ে তৃপ্ত হব আমরা
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ কবি।
হালিমা আক্তার
শব্দ গুলো যেন জোৎস্নার আলোয় নৃত্য গীত করে। শুভ কামনা অবিরাম।
সৌবর্ণ বাঁধন
শুভকামনা আপনার জন্যেও। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
রেজওয়ানা কবির
অসাধারণ শব্দচয়নে ভরা। আপনার লেখা পড়লে মনে হয় ভাষাগুলো খুব মনে গেঁথে যায়। শুভকামনা ভাইয়া।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
নার্গিস রশিদ
শব্দ চয়ন অসাধারণ। শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সবসময়ই।