প্রবোধের আঁচলে

ছাইরাছ হেলাল ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ০৪:২২:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

একসাথে আছি অনন্তের বহুকাল, নির্লিপ্ত উচ্ছ্বাসে, অসীম ধৈর্য-অধৈর্যের টানাপোড়নে, রাহুগ্রস্থ বিহ্বল নিঃস্পৃহতা নিয়ে,
প্রাণের স্পন্দনে নৈরাশ্যের সূর্যাস্ত নেই, অসহ্য বিচ্ছেদের অবিচ্ছেদ উজিয়ে জড়িয়ে থাকে সারাক্ষণের মায়াবী কবিতা কোন এক সোনালী উদ্যানে, ক্ষয়হীন মেদ-মজ্জায় অনূঢ়ার হি হি কেঁপে ওঠা দেখি, স্পর্শের বিদ্যুচ্চমকে উল্টে-পাল্টে সোনার কাঠি রুপোর কাঠি,
দেখি সাজহীন অপরূপ সাজে কবিতা ছবি আঁকে স্বপ্নিল সন্ধ্যার আঁচল জুড়ে,

অনির্বাণ যূপকাষ্ঠে নির্বোধের নির্বিষ দুঃসাহসিকতায় বাঁক নেই, বাঁকে দাঁড়াই, প্রবোধ দেই নিজেকে,
অজানা ভাষায় লেখা প্যালেট বিহীন রং-তুলির এই ঝর্ণাধারা! শাক-শুঁটকি নয়, খুঁজে ফিরি শাকান্নের কবিতাকে;

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress