প্রবাস জীবন

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৫:০৯:১৯অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য


প্রবাস জীবন কষ্টের জীবন
সকলে ভাই জানে,
আপনজনকে দূরে  থাকে
কষ্ট লাগে প্রাণে।


প্রবাস জীবন মায়ের কথা
বেশি পড়ে মনে,
মায়ের কথা দিবানিশি
ভাবি ক্ষণে ক্ষণে।


মায়ের সাথে হাসি মজা
হয় না ক'দিন ধরে,
একলা আমি পড়ে আছি
প্রবাস জীবন তরে।


স্বজনের ওই কথা মনে
আঁখি ভেজে জলে,
তাদের আদর তাদের সোহাগ
স্মৃতির পাতার তলে।


ইচ্ছে করে তাদের কাছে
ইচ্ছে খুশি বসি,
তাদের কাছে গল্প শুনবো
তারা রবি শশী।


রচনাকালঃ
৩১/০৭/২০২১

৪+৪/৪+২

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ