তুমি এখন অনেক, অনেক বড়
ইচ্ছে হলেই যখন তখন আকাশ ছুঁতে পার,
কাঞ্চনজঙ্ঘায় তোমার বিজয় পতাকা উড়ে অনুক্ষণ।
অথচ আমার এখন নিরন্ন উপবাস
লক্ষন রেখায় শৃঙ্খলিত আমার চরণ
উন্মুক্ত দ্বার সবার, আমি শুধু অশুচি এখন।
আমার সারাদিন উপবাস
নিরান্ন পাত, ফুল পাতা জল আর প্রভুর নাম
ঘরের পুরুষ পরের যখন, শুন্য আমার আবাস।
এবং আশ্চর্য কথা,
তোমার পদতলে প্রকম্পিত গৃহীর আবাস।
পূজারীর দাবী , শরীর ছোঁয়া মস্ত অভিশাপ
আমি নই , আমার বিধাতার অনুচ্চ আলাপ ।
বিধির বিধাতা অনুপস্থিত এখন কিংবা তখন ,
বাস্তব বর্জিত অভিশাপ নারীর ললাট লিখন।
তুমি এখন অনেক বড়, মস্ত একজন
আত্ম প্রবঞ্চক নারী,
মঙ্গল কামনায় উপবাস,তোমাতে তুষ্ট সামান্য জীবন।
Thumbnails managed by ThumbPress
২৬টি মন্তব্য
তানজির খান
অসাধারণ শব্দ চয়ন। ভাল লেগেছে শব্দ নিয়ে খেলা। গভীর অনুভূতি প্রকাশ ঘটেছে কবিতায়।
পারভীন সুলতানা
অনেক অনেক ধন্যবাদ।
স্বপ্ন
খুবই ভালো লেগেছে কবিতা।
পারভীন সুলতানা
অনেক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
কবিতা অনবদ্য। (y)
পারভীন সুলতানা
অনেক ধন্যবাদ।
অনিকেত নন্দিনী
আপু, এমনটাই তো হয়ে আসছে হাজার বছর ধরে। আমরাই দিয়েছি তাদের এই অধিকার। 🙁
পারভীন সুলতানা
তা কি আর বলতে ? আজো সেখানেই আছি, ছিলাম যেখানে।
মেহেরী তাজ
আমি কবিতা বুঝি না। 🙁
কিন্তু শব্দ গুলো জটিল হলেও ভালো লেগেছে….
পারভীন সুলতানা
আমি অন্ততঃ চেষ্টা করি সবার বোঝার মত লিখতে । ধন্যবাদ।
মেহেরী তাজ
না আপু আপনার দোষ না। আমি কবিতাই কম বুঝি। 🙁
পারভীন সুলতানা
আমারগুল বুঝলেই চলবে ।
ছাইরাছ হেলাল
দিন শেষে ত্যাগ সে চিরায়ত নারীর ই।
হতে পারে আত্ম প্রবঞ্চনার, অবশ্য এ ত্যাগ সবাই করতে পরে না।
ভাল, অনেক ভাল।
পারভীন সুলতানা
ধন্যবাদ। সাথে থাকবেন ।
জিসান শা ইকরাম
অনিকেত নন্দিনীর সাথে একমত।
‘এমনটাই তো হয়ে আসছে হাজার বছর ধরে।’
পারভীন সুলতানা
সত্যকে পাশ কাটাই সাধ্য কি আমার।
লীলাবতী
মঙ্গল কামনায় উপবাস,তোমাতে তুষ্ট সামান্য জীবন 🙁 এমনই তো আমরা 🙁
পারভীন সুলতানা
আমরা আমরাই, স্রষ্টাই আমাদের এমন রসায়ন দিয়ে বানিয়েছেন।
পারভীন সুলতানা
একেবারে সেই সনাতন যুগ থেকে আজকের এই চরম আধুনিকতায় পড়ে আছে চরম অবহেলায় । কজন আর ঘাড় বাকিয়ে দাড়াতে পায় !
লীলাবতী
খুব কম সংখ্যক নারী ঘার বাঁকিয়ে দাঁড়াতে পারেন।আপু শেষ জবাব গুলো ‘জবাব’ ক্লিক করে দিচ্ছেন না,ফলে আপনার জবাব আলাদা হয়ে যাচ্ছে 🙂
মারজানা ফেরদৌস রুবা
হাহাহা…. এই কাহিনীটা আমার প্রায়ই হতো। এখন অনেকটাই ঠিক হয়ে এসেছে।
পারভীন সুলতানা
নতুন নতুন তাই এমন হচ্ছে, ঠিক হয়ে যাবে।
মারজানা ফেরদৌস রুবা
৯৫% নারীই সীমাহীন কম্প্রোমাইজ করে জীবন কাটায়।
যুগের পর যুগ এভাবেই চলে আসছে।
পারভীন সুলতানা
না কাটিয়ে উপায় ? নারী যে সংসারকে সন্তানকে সবচাইতে ভালোবাসে ।
শুন্য শুন্যালয়
অসামান্য কবিতা আপু। কবিতার শব্দাবলী, মেসেজ সব চমৎকার।
অথচ সংসার ভেঙ্গে গেলে সবাই নারীকেই দোষি মানে 🙁
পারভীন সুলতানা
কেন সংসার না ভাঙলেও যে কোন অঘটনের জন্য আজো নারীকেই দোষ দেয়া হয়।