প্রথম হিম-কুয়াশা-শিশির

ছাইরাছ হেলাল ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৯:১৮:৩১অপরাহ্ন রম্য ২২ মন্তব্য

এ ক্ষণিক জীবনের যাপনে সারাক্ষণ হ্যাঁ বা না এর নিদারুণ টানাপড়েন, করবো কী করবো-না, যাবো কী যাবো-না, এটা ন-কী ওটা,
খাব কী খাব-না, খেলবো কী খেলব-না, ঘুমাবো কী ঘুমবো-না, নিরামিষ ব্লগ না-কী মজা-মজা ফেসবুক, মেসেঞ্জার না হটসএ্যাপ,
ভিডিও না অডিও, এফোঁড় না ওফোঁড়, জেণ্ডার না ট্রান্স জেণ্ডার , ফেক না অরিজিনাল , বাবু খাবা না খাওয়াবা, এমুড়া না ওমুড়া,
এসপার না ওসপার;

এই সম্ভব-অসম্ভব সব দু’য়ের মধ্যে হাবুডুবু, কোঁখে রাখা কোঁ কোঁ চেপে!!
আদিখ্যেতা আর গোঁজামিলের এ জীবন;

নিরন্তর এই ভাগ দৌড়ের সমারোহে বিবেকের সন্দিহান থতমত অট্টহাসির মগ্নতা,
ভাষা শূন্য বিশুদ্ধ মনো-দেশের অলিতে গলিতে ঘুরপাক খায়, শুদ্ধতার মোহে ,
শুদ্ধতার খোঁজে;

প্রলয়ঙ্করী ভূমিকম্প/ঘূর্ণিঝড়ের শেষেও শব্দ-ভীরুতা নিয়ে অতীন্দ্রিয়তার দিকে
চোখে চোখ রেখে ভাবি, জীবিত না মৃত এই সময়ে।

সহসা যদি দৈব এসে এক ফুৎকারে সব-সব নড়নড় নগ্নকান্তি নাঁচ-কোদনের না-গুলোকে প্রচণ্ড হ্যাঁ করে দেয়,
নিমেষ-পলকের ফুস মন্তরে,সব ফুল-ফল গুলোকে ত্রিগুণ/চতুর্গুণ করে দেয়, হি হি হা হা গুলোকে, নাকিকান্নাগুলোকে-ও!!

তখন এই ধ্রুব সত্যদের লইয়া আমরা কী করিবো!! কোথায়-ই-বা যাইবো!!
এই প্রথম একটু হিমের কুয়াশা-শিশির সকালে?

ছবি নেটের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ