প্রথম এবং শেষ চুমু।

মনিরুজ্জামান অনিক ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০৯:০৮:৫৮পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

বাজ পাখির মতো চুমু খেয়েছিলো একবার,

তড়িৎ গতিতে মিলিয়ে গেলো সে চিহ্ন,

এ এমন এক ফুল যেনো —

তার সুরভি পৃথিবীতে অমর হয়ে গেলো

যার পাপড়ি ছিলো নরোম টকটকে লাল

তৃষ্ণার্ত মাঠের মতো দিগন্তের প্রান্তর,

আশ্বিনের জল, নোঙর ফেলা জাহাজের বন্দর।

 

আবার ক্ষনিক দেখা পেলে সে ফুলের

ঠোঁটে ঠোঁট ঘষে জেনে নিতাম 

মুক্তো কতটা গভীরে থাকে ডুবন্ত ঝিনুকের। 

 

বাজ পাখির মতো সে চুমু খেয়েছিলো একবার

এই ছিলো প্রথম, এই ছিলো শেষবার।

 

উৎসর্গ: আয়না’কে।

 

২১৮জন ১৪৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ