
বাজ পাখির মতো চুমু খেয়েছিলো একবার,
তড়িৎ গতিতে মিলিয়ে গেলো সে চিহ্ন,
এ এমন এক ফুল যেনো —
তার সুরভি পৃথিবীতে অমর হয়ে গেলো
যার পাপড়ি ছিলো নরোম টকটকে লাল
তৃষ্ণার্ত মাঠের মতো দিগন্তের প্রান্তর,
আশ্বিনের জল, নোঙর ফেলা জাহাজের বন্দর।
আবার ক্ষনিক দেখা পেলে সে ফুলের
ঠোঁটে ঠোঁট ঘষে জেনে নিতাম
মুক্তো কতটা গভীরে থাকে ডুবন্ত ঝিনুকের।
বাজ পাখির মতো সে চুমু খেয়েছিলো একবার
এই ছিলো প্রথম, এই ছিলো শেষবার।
উৎসর্গ: আয়না’কে।
৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাজ পাখির চুমু দেখতে দারুণ
কবি দা ভাল থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন।
শুভ কামনা জানবেন সতত।
মোঃ মজিবর রহমান
চুমুর মত ফুলের পাপড়ি নুয়ে পড়ুক হৃদয় জুড়ে। অসাধারণ কাব্য।
রেজওয়ানা কবির
চুমু ব্যাপারটাই ভালো লাগার দারুন রোমান্টিকতার। বাজপাখির মত চুমু খেয়েছিল বলেই তড়িঘড়ি করে বাজপাখির মতই উড়ে গেছে। তবুও থাকুক সেই অনুভূতি।
শুভকামনা।।।
হালিম নজরুল
“আবার ক্ষনিক দেখা পেলে সে ফুলের
ঠোঁটে ঠোঁট ঘষে জেনে নিতাম
মুক্তো কতটা গভীরে থাকে ডুবন্ত ঝিনুকের।”
————-ভাল লাগল।