
সত্য তুমি জেগে উঠো স্বাধীনতার চোখে
স্বাধীনতা বিলিয়ে দিও সব মানুষের ঘরে,//
সত্য তুমি জেগে উঠো
প্রথম আলোর মুখে,
প্রথম শ্রেণি মায় কক্ষ
শিশুর চোখে চোখে!
একের বিতর শতক ভরা
শিশুর মুখের ধ্বনি
মায়ের মুখে শব্দ শুনা
আলোয় জয়ের ধ্বনি!
পাঠশালাতে পাঠক মশাই
সংখ্যা আঁকে বুকে,
একি সূরে বেঁজে উঠে
দুই একে দুই হবে।
স্বপ্ন গুলো পথেই হাসে
কেমন জীবন দ্বারা,
কেমন মায়া কেমন জীবন
স্বপ্ন দিশেহারা!
তুমি আমি আমরা সবাই
আমার মতো কে,
জগৎ আমার চোখের তাঁরায়
স্বপ্ন গুলো দে!
জন্মে পেলাম কেমন জীবন
আত্মহারা কান্না,
মা-হারা সেই ছেলেবেলা
ধরে নি-তো বায়না!
শিক্ষা নামক শব্দ গুলো
দেখেছি সোনার হাতে,
আমার হাতে অন্ন থালা
পথ গুলোও কাঁদে!
পথেই আমি শব্দ কুড়াই
অন্য কাউকে দেখে।
//নতুন কিছু নিয়ম//সঞ্জয় মালাকার //
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালো লিখেছেন দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,ভালো লাগা অফুরন্ত।
তৌহিদ
আপনার কবিতা পড়ে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল দাদা। স্কুলঘর, মাস্টারমশাই, বন্ধু আরো কত কি!
স্কুলই হচ্ছে শিশুর প্রথম মেধা বিকাশের স্থান। ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা , কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
আপনার জন্য রইলো শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সবাই পাঠশালা থেকে অক্ষর জ্ঞান অর্জন করার সুযোগ পায় না। কারো জন্যে গোটা বিশ্বটাই পাঠশালায় পরিনত হয়। মন ছোঁয়া লেখা, সাথে নিজের উপলব্ধ জীবন বোধ দিয়ে সাজানো কবিতাটি খুব ভালো হয়েছে দাদা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদি, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
মাছুম হাবিবী
কবিতাটা অনেক সুন্দর হইছে দিদি
ছাইরাছ হেলাল
দিদি কৈ?
ছাইরাছ হেলাল
আমরা স্বপ্ন দেখাই বেঁচে আছি/থাকি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, সকল বেলা শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, দিদি না আমি দাদা।
সকাল বেলার শুভেচ্ছা রইলো, ভালো থাকুন শুভ কামনা।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
পাঠশালা, শিক্ষক, সুস্থ সুন্দর ছেলেবেলা সবাই পায় না
কারো কারো অন্ন জোগাতে পথে পথেই কাটে বিভৎস ছেলে বেলা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা।
সকল বেলার শুভেচ্ছা রইলো।
সুপায়ন বড়ুয়া
স্বপ্নগুলো বেঁচে থাকুক
প্রথম আলোর চোখে
শুভ কামনা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা।
আরজু মুক্তা
আপনার কবিতা বরাবরি ভালো লাগে।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা রইলো।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
ইসিয়াক
ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ,
নুর হোসেন
জন্মে পেলাম কেমন জীবন
আত্মহারা কান্না,
মা-হারা সেই ছেলেবেলা
ধরে নি-তো বায়না!
-চমৎকার লেখার এই লাইনে মনটা বিষাদে ভরে গেলো।
আমাদের দেশের এলিট ধনী আর কথিত রাজনীতিবিদরা মিলে অসহায় গরীব শিশুদের শিক্ষাহীন করে রেখেছে, দেখার কেউ নাই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ভালো লাগা অফুরন্ত,। আপনার জন্য রইলো শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
খুবই ভালো হয়েছে কবিতা দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, কৃতজ্ঞতা ও ভালোবাসা।
শুভ কামনা।
মনির হোসেন মমি
ছেলেবেলার স্মৃতি মনে পড়ে গেল দাদা। খুব ভাল লিখেছেন।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা রইলো।
শুভ কামনা