প্রত্যাশা

এস.জেড বাবু ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৯:৫৪:৪০পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

যদি হয়ে যায় দেখা
কোন একদিন,
কোন এক স্নিগ্ধ বিকেলে,
যখন সময়ের ভারে
সূয্যি মামা
পশ্চিমে গিয়েছে হেলে ।

যদি খুঁজে পাস তুই
ভেজা বালুতটে,
একেলা নদীর কূলে,
বসে আছি ঠায়
বুকের সীমানায়
দু' - চারটা বোতাম খুলে ।

দৃষ্টির তীর
নদীর ওই পাড়ে,
কল্পনায় সখি মিশে,
গলাটা যেন
ঝেড়ে নিস তুই
খুব কাছে এসে বসে ।

চমকে যাব
উঠে দাড়াব,
অজানা সে কৌতুহল,
তুই কি সখি
হাত টেনে ধরে
পাশে বসাবি বল ___!!??
_____________হাহাহা - বলনা প্লিজ---

হবে না স্থীর
দু’ চোখের গতি,
ঘুড়বে ওখানে সেখানে,
তোর দু’ নয়ন
কোথায় রবে স্থীর
বিধাতাই তা জানে ।

হয়ত দেখব
অবনত চোখে,
ভয়ে ভয়ে একাকার,
বলিস কিছু
খুঁজে যেন পাই
তোকে দেখার অধিকার ।

পাগলা হাওয়ায়
করলে খেলা
ক'টা চুল, তোর মুখে;
উতলা সে চুল
সরিয়ে দিব
একটা ফুঁ দিয়ে দুই চোখে ॥

-০-
প্রথম প্রকাশ কাব্যগ্রন্থ- প্রেমারণ্য
-

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ