প্রত্যাশা

হালিমা আক্তার ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১২:৩৯:০৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

বন্ধুর কন্টকময় পথ

বিষন্নতায় ঢাকা চারিপাশ,

উত্তরের হিমেল পরশ

গাইছে শীতের আগমনী গান।

 

তন্দ্রাচ্ছন্ন নয়ন উষ্ণতা খুঁজে ফিরে

 

রাতের আকাশ মেঘে ঢাকা

শুকতারা হীন পথিকের পথচলা

কোথায় যেন ঝি ঝি ডাক শুনে,

শিশিরে ভেজা পা--

থমকে দাঁড়ায় ক্ষণিকের তরে,

এই বুঝি জোনাকির আলো দেয় ধরা।

 

দীঘল রজনী পথের সাথে দেয় পাল্লা

 

রানারের মতো লন্ঠন নেই হাতে

আঁধারে পথ নিবে চিনে,

প্রভাতের আলোর প্রত্যাশায়

জীবন ছুটে চলে পূর্বাকাশে,

একমুঠো রোদ্দুর দিবে উত্তাপ

মাঘের সন্ন্যাসী বিদায় নিবে।

ছবি:নেট থেকে সংগৃহীত

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ