প্রত্যাশা

কামরুল ইসলাম ২৫ অক্টোবর ২০২১, সোমবার, ১১:৫৪:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

আমার এক প্রিয়ভাজন বলেছেন " যদি সুখি হতে চান, তাহলে প্রত্যাশা কমান " ।

প্রকৃত পক্ষে জন্ম থেকে মৃত্যু অবদি আমাদের জীবনে প্রত্যাশায় ঠাঁসা ।

জীবনের  স্তরে স্তরে প্রত্যাশা । এক প্রত্যাশা অর্জন হয় তো আরেক প্রত্যাশা ছুটে যায়,  আবার নতুন প্রত্যাশার জন্ম হয় । কখনো কখনো জীবনের  শেষ অবদি একই প্রত্যাশার কবলে ফুরিয়ে যায় সময় ।

প্রত্যাশাতে ও শ্রেণীবেদ পরিলক্ষিত হয়,

সংসারে প্রত্যাশা,  বাহিরে প্রত্যাশা,  কর্মে প্রত্যাশা, পরিবেশেগত প্রত্যাশা,  সামাজিক প্রত্যাশা,  রাষ্টিয় প্রত্যাশা,  ও ব্যক্তিগত প্রত্যাশা । প্রত্যাশা প্রত্যাশায় ই জীবন টইটুম্বর।  প্রত্যাশার পিছনে ছুটে চলা এযেন  প্রতিনিয়ত ক্লান্তিহীন এক অভিযাত্রা ।

প্রত্যাশা প্রতিটি মানুষের জীবনে আছে,  এবং থাকবে,  এবং থাকতে হবে । প্রত্যাশা ই মানব জীবনের,  মান,  রুচিবোধ,  ও জীবিকা উন্নয়নের প্রাথমিক সোপান ।  চিন্তায় চেতনায় প্রত্যাশা লালন করলেই চলবে না ।  প্রত্যাশাকে  প্রতিফলনে রুপ দিতে হলে প্রত্যাশার স্তরের কার্য সম্পাদন করতে হবে বা সামর্থ থাকতে হবে ।  নয়তো  প্রত্যাশাকে মার্জিত রুপে ধারণ করাই শ্রেয় ।   জীবন ও জীবনের মান প্রসারিত করতে হলে আসুন আমরা প্রত্যাশার সম রুপে উদ্যমী হই ।

আসুন,  আমরা প্রত্যাশা করি এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলি ।

পরিশেষে,  সকলের প্রত্যাশার পূর্ণতা কামনা করছি ।

 

কামররুল ইসলাম

ঢাকা, ২৫/১০/২০২১।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ