লটারির মাধ্যমে সুযোগ পেলাম
জন্মভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য
দূর থেকে দূরের কোনো দেশ
কিন্তু আমার মন তো বলে –
আমি যাব না,যাব না আমি
যাব না আমার জন্মভূমি ছেড়ে
যেথায় লেগে আছে আমার মায়ের স্নেহ স্পর্শ
সকল জ্ঞাতি সম্পর্ক গুলো
যেখানকার আকাশ বাতাস গ্রহ তারা
সবাই আমায় চেনে
তারা জানে যে আমি কোনো অভ্যাগত নই
নই কোনো আমি ভিনদেশী পথিক
আরও জানে ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা
শোকার্ত কদম মালী
আমার জন্মভূমির মনোরম পরিবেশ
আমার সবচেয়ে বেশি ভালো লাগে
যেথায় পাখি গায়, বায়ু বয়
আর সূর্যের ঝলকে ফোটে মৌসুম ফুল
এরুপ মনোরম পরিবেশ ছেড়ে
আমি দেশে থাকতে চাই
চাই না আমি
চাই না বিদেশে যেতে ।
করলে দেশ ত্যাগ ওরা তো সবাই
আমায় বলেবে “রোহিঙ্গা “
রিফিউজি বলবে “রিফিউজি “
কেন আমি করব দেশ ত্যাগ
আমি তো পেয়েছি স্বাধীন দেশ
আমি তো স্বাধীন জাতি
আমি তো পেয়েছি লাল আর সবুজের পতাকা
যেখানে নেই কোনো শোষণ নিপীড়ন
কিনেছি আমার জন্মভূমিকে এক সাগর রক্ত দিয়ে
যার জন্য হরিত হয়েছে আমার মা আর বোনের ইজ্জত
এত কষ্ট করে জন্মভূমি পেয়েছি
তাহলে আমি কোন আশা দেশ ত্যাগ করব
চাই না আমি
সত্যি, সত্যি, সত্যি আমি তো চাই না দেশ ত্যাগ করতে
আমি এমন সুন্দর প্রকৃতির নিয়ামতপূর্ণ দেশ ছেড়ে চলে যেতে না
আমার মন চাই না
কি পায় নি আমি দেশের কাছে
বরং আমি নিজে কিছুই দিতে পারিনি দেশকে
আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি জন্মভূমিকে
তাই আসুক যত সুযোগ সুবিধা
চাই না প্রত্যাবর্তন করতে
তাই আমার সবিশেষ অভিলাষ
জন্মভূমির মাটিতে যেনে আমি শেষ নিংশ্বাস ত্যাগ করতে পারি
তাই আমি দেশ ত্যাগ করতে চাই না
চাই না দেশ ত্যাগ করতে
চাই না।
রচনাকালঃ
২০/১১/২০২০
৪২৪জন
৩৫৭জন
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক আবেগের প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
দেশকেই ভালোবাসতে হবে। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
অবশ্য দেশ ভালো বাসতে হবে।
আরজু মুক্তা
দেশকে ভালোবাসাই প্রথম এবং ঈমানের অঙ্গ
জাহাঙ্গীর আলম অপূর্ব
ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল