প্রত্ন-জীবন নিয়ে ভাবি,
লুকিয়ে/গুটিয়ে রেখে দেব প্রাণের গভীর-গহীন গোপন কথায়
প্রাণিত নিগুঢ় আড়াল-হীন অনুভবে।
ভুলে যাওয়াযাওয়ির দীর্ঘশ্বাস-ঝলকে স্বেদার্ত হৃদয়ে বাজে
হেঁয়ালিপূর্ণ বিষাদ-সুর,অহেতুক ঝরা বৃষ্টির বাঁকে
দুলে যাওয়া/দুলতে থাকা শত-শুভ্র-কাশবন
তুচ্ছ করি অক্ষর সচেতনতায়;

সাগর-শিথানে কী দেখ তুমি ঐ দূর-দিগন্তে, দূর-আকাশে!
করুণ আকাশে অব্যক্ত নীলের বিভীষিকা শুধুই,
প্রাণ-যাত্রার ক্লান্ত-ধূসর অভিসারে;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ