নিজেকে সরিয়ে নেই
নিজেই নিজেকে,
যা দেখি, যা যা দেখি
অনেক কিছুই
দেখতে চাই-না/চাই-নি
তবুও দেখি, দেখি;

অপূর্ণ দোলাচল, অধেয়,
এ এক অদ্ভুত ক্রম/ক্রমশ বিভব, ত্রিশঙ্কুর;
অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়;

প্রতীতির রেশ ঘিরে দাঁড়ায়
অ-ক্লেশ আশ্বাসে, ইশারা-ভাষায়।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ