প্রতীক্ষা -(১)

বনলতা সেন ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০২:২২:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

প্রতীক্ষা হাজার বছরের নদী-চোখে
নিয়ে সুচ বেঁধা বুক ,
হে-পুত্র আমার ।

দেখছিলাম ,
জানালার ঝাঁপিয়ে পড়া চাঁদের আলোয়
ঘুমন্ত শিশুকে ।

হেঁটেছিলাম ,
বিথীপথ ধরে কোলে-কাঁখে নিয়ে তোমাকে
ডাকিনী , দৈত্যদানোগুলো আর এঁদো এড়িয়ে ।

শীতের সকালে ,
ব্যাগ পিঠে ভারী মুখে নিশ্চুপ হেটে যেতে তুমি
সুনসান কুয়াশায় ।

স্বপ্ন ছিল ;
পিছু নেব বন পাখি বা বুনো হাঁসদের
শিকারির বেশে , এক সাথে ......

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ