
সকল পল্লব আজি পড়ছে ফাল্গুনের হিল্লোলে,
হাহাকার হৃদয়ে দাড়িয়ে অসীম শূন্যতার মাঝে, কোনো এক পূনর্তার লোভে প্রতীক্ষ্যমান অপলক চোখে!
বেদনাবিধুর হৃদয়ে তারি লাগি আজো,
সহস্রবছর সাধনার ধ্যানে।
কবে সে বলে ছিল সে কবেকার কথা!
মনে তা গাঁথিয়া রাখিছি যক্ষের ধনে।
নিয়তির পরিহাসে তারি দ্বারে ফিরে ফিরে আসি।
আমিতো আবার সাজবো নতুন পল্লবে,
তাহাকে কোথা পাইবো কোন সে দ্বারে?
আমা হতে আজি দূর সে অনেক দূরে,
ক্লান্ত হয়েও পাই নাকো পথের ও দেখা!
জানি অজানা ভুলে মনে পরবে তাহার,
অভিমান অভিযোগে।।
আমার নিঃসঙ্গতা থাক আমাকে ঘিরে।
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রেম বিরহ পাওয়া না পাওয়া ফাগুনেই মনে হয় জাগে বেশী মনে।খুব সুন্দর কবিতা।ভাল লাগল।
পপি তালুকদার
প্রকৃতিতে আছে সব।আছে ভালোবাসা আছে বিরহ! তাই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া।ধন্যবাদ
মনির হোসেন মমি
ঠিক তাই।কবিতো নই তাই আপনার মত বলতে পারিনি।ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা দিদি। খুব ভালো লাগলো। অভিমানে, অভিযোগে দূরে থাকা আদৌ কি সম্ভব? তবুও সে দূরেই রয়ে যায় আর অন্যজন একাকীত্বের সঙ্গী হয়ে প্রতীক্ষার প্রহর গুনে যায়। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সতত
পপি তালুকদার
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য অজস্র ধন্যবাদ দিদি।
সাখাওয়াত হোসেন
হাহাকার হৃদয়ে আজও অপলক চোখে
তারই লাগি দ্বারে দ্বারে…
এতো মহৎ ভালোবাসার নিদর্শন।
পপি তালুকদার
ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
পপি তালুকদার
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
প্রহর গুনতে থাকি। এমন বিরহ মাঝেমাঝে ভালোই লাগে। অনেকদিন পর আপনার চমৎকার কবিতা পড়লাম।
শুভ কামনা রইল আপু।🥰🥰
পপি তালুকদার
ধন্যবাদ
আরজু মুক্তা
নিঃসঙ্গতা এখন বিলাসিতা
পপি তালুকদার
সে এক অন্যরকম অনুভূতি। মাঝে মাঝে দারুন উপভোগ করি।ধন্যবাদ