প্রতিশ্রুতি_১

সুরাইয়া পারভীন ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৭:৪৩:৩০অপরাহ্ন কবিতা ৩৭ মন্তব্য

 

সেদিন রাত্রির প্রথম প্রহরে
রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে-
নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে,
আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে;
কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।।

যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় –
সে হাত ছাড়বে না কভু – কথা দিয়েছিলে;
তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি –
কাউকে বসতে দেবে না সেথায় কোনোদিন।।

শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –
শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য,
হয়তো ঠিকই- আমরা  কাউকে দেওয়া কথা রাখতে পারিনা
এটাই মানুষের সহজাত প্রবৃত্তি, আমাদের ও হবে হয়তো
তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!
মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।

সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-
শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে।।

৮৪৮জন ৬২৩জন
25 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ