
সেদিন রাত্রির প্রথম প্রহরে
রাস্তার পাশে সুসজ্জিত ল্যাম্পপোস্টের নিচে-
নিয়ন বাতির আবছা আলোয় দাঁড়িয়ে,
আকাশ-বাতাসকে সাক্ষী রেখে কথা দিলে;
কখনো কোনো অবস্থাতেই ভুলবে না তুমি আমাকে।।
যে হাত ধরেছো তুমি জীবনের পড়ন্ত বেলায় –
সে হাত ছাড়বে না কভু – কথা দিয়েছিলে;
তোমার হৃদয় সিংহাসনে আমার জন্য যে আসন গড়েছ তুমি –
কাউকে বসতে দেবে না সেথায় কোনোদিন।।
শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –
শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য,
হয়তো ঠিকই- আমরা কাউকে দেওয়া কথা রাখতে পারিনা
এটাই মানুষের সহজাত প্রবৃত্তি, আমাদের ও হবে হয়তো
তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!
মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।
সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-
শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে।।
৩৭টি মন্তব্য
মনির হোসেন মমি
কাউকে মনে প্রানে ঠাই দিলে এমনি প্রতিজ্ঞাবদ্ধই থাকাটা সমুচিত।পৃথিবী উল্টে গেলেও আর কোন অনুর প্রবেশ ঘটবে না। চমৎকার কবিতা। তিতলি মামণির তোলা ছবিটা। বেশ সুন্দর হয়েছে। মামণিটার জন্য একরাশ শুভ কামনা।
সুরাইয়া পারভিন
সত্যিই তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
সবাই প্রতিশ্রুতি রক্ষা করুক
ভালই লাগল ,
সবার অব্যক্ত মনের কথা
সাবলিল উপস্হাপনা
শুভ কামনা !
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কামাল উদ্দিন
প্রেমে এমন প্রতিশ্রুতি গুলো থাকে যেন ভাঙ্গার জন্যই, তবে সবাই ভাঙ্গার মতো সাহসী হয় না 😛
সুরাইয়া পারভিন
হা হা হা হা,,,তা বেশ বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু
আকবর হোসেন রবিন
‘প্রতিশ্রুতি’ শব্দটাকে আমি খুব ভয় করি।
আপনার কবিতা ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নৃ মাসুদ রানা
কোন একসময় এই “নিয়ন বাতির” শব্দ দুটো খুব খুঁজেছি কিন্তু কিছুতেই মনে করতে পারিনি।
সুরাইয়া পারভিন
যাক আজ পেয়ে গেলেন
কাজে লাগান
বন্যা লিপি
প্রতিশ্রুতির ভালবাসা ভালো থাকুক আপন মহিমায়।পৃথিবী উল্টে যাক। ভালবাসা টিকে থাক ভালবাসায়। অনেক ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤
সঞ্জয় মালাকার
কাউকে মনে প্রানে ঠাই দিলে এমনি প্রতিজ্ঞাবদ্ধই থাকাটা সমুচিত।
তবে শতভাগ বিশ্বাস রাখি আমি তোমাতে!
মন বলে পৃথিবী উল্টে গেলেও ভাঙ্গবে না তুমি তোমার প্রতিশ্রুতি।।
চমৎকার লিখনী, বিজয়ের সোনালী শুভেচ্ছা দিদি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
বিজয়ের শুভেচ্ছা রইল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময়।
মোঃ মজিবর রহমান
ভাল বাসা থাক মজুদ প্রানে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
ভাল থাকলাম.
অনন্য অর্ণব
শুনেছি মানুষ প্রতিজ্ঞা করে –
শপথের শৃঙ্খল ভেঙে মুক্তির আনন্দে ভাসার জন্য।
কথাটা খুব লেগেছে। চরম একটা কথা বললেন। সত্যিই মানুষ প্রতিশ্রুতি ভেঙে আনন্দ পায়।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতাসহ ধন্যবাদ অশেষ
ছাইরাছ হেলাল
আসলে কথা দেয়া হয় কথা না রাখার জন্য।
লেখায় এটি উঠে এসেছে সুন্দর করে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নুর হোসেন
আপনার প্রতিশ্রুতির “কাব্যে” আমার ২ লাইন মনে পড়ে গেল: “যাবজ্জীবন দন্ডিত প্রেম হৃদয় কারাবদ্ধ,
জামিন নিয়ে ফিরবে তুমি আমরা প্রতিশ্রতিবদ্ধ!”
চমৎকার কাব্যে ইমপ্রেস!!
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
“সেদিন যে কথা দিয়েছি আমরা একে অপরে-
শেষ নিঃশ্বাস দিয়ে হলেও সে কথার মর্যাদা রাখবো চিরতরে”
তবে তাই হোক। প্রতিজ্ঞা অটুট থাকুক।
সুরাইয়া পারভিন
ইনশাআল্লাহ থাকবে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
অনন্য অর্ণব
তোর এই ছবিটা কি আমি কপি করতে পারি ? আমার আমিও নির্ঝরিনী কবিতায় দেবো ?
সুরাইয়া পারভিন
হ্যাঁ নে না
অনুমতির কি আছে
তৌহিদ
কথার দাম জীবনের চেয়েও বেশী। ভালোবেসে একে অপরকে দেয়া প্রতিশ্রুতিগুলি অবশ্যই রক্ষা করা উচিত।
সুরাইয়া পারভিন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
প্রতিশ্রুতি রক্ষা কিছু মানুষ করে,
অধিকাংশ মানুষ তা পারে না।
ভালো লেগেছে কবিতা,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
শিরিন হক
ভালোবাসার যেনো কোনো বদল নেই। সে থাক অক্ষত সবার অলক্ষে
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
এস.জেড বাবু
বাহ্
প্রতিশ্রুতি ভাঙ্গার এই যুগে- রক্ষা করার প্রতিজ্ঞা মজবুত হউক সবার ক্ষেত্রই।
চমৎকার সহজ কথামালা।
অসাধারণ
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া