
কপাল সৌন্দর্যের মোড়ে লাল টিপ,
রূপে রূপে হিংসা হিংস্রতা।
হিংসার শোকদুঃখে দাউদাউ জ্বলি নিভি।
পরণে রূপ শতাব্দীর নীল রঙের শাড়ি,
সুন্দর সৌন্দর্যে ব্যাকুল ব্যাকুলতা।
মরি! সৌন্দর্যের ম-ম ঘ্রাণে হাসি কাশি।
ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিকের আবরণ,
চুম্বকীয় রসগোল্লা টলমল করে।
রসের রসাতলে তালবেতাল ডুবে ভাসি।
জানালায় খাঁজকাটা নকশার সোনালি আলো,
রোদ্দুর ছুঁয়ে যায় চিবুক তীরে।
বুকের ঢেউ চুলের সুবাসে মগ্ন নেশায় মাতি।
কুয়াশার মেঠোপথে শিশিরের লুকোচুরি।
তোমার পায়ের আঙুল তালুতে শিহরণ।
কুড়াল দিয়ে অনুভূতি কাঁটি।
গুড়ের চা-চুমুতে ঠোঁট জব্দ,
চায়ের শরীর বেয়ে উষ্ণতা নিরবধি। ধোঁয়াগুলো ছুঁয়েছে কলিজা অবধি।
ঠোঁটের ভেতর ঠোঁটে গল্পকাহিনী,
স্পর্শ আলিঙ্গনে পিষ্ট ভালোবাসা।
চোখের ভেতর চোখে অনুমতি দিবানিশি।
নদীর কাছে জল ছুঁইছুঁই মাঠ কিনবো,
মাঠের ভেতর ঝাঁ চকচকে উঠোন।
উঠোন জুড়ে তুমি-আমি দিন রাত্রি।
শাড়ির আঁচলে প্রেরণার প্রার্থনা,
প্রার্থনায় আঁজলা জলবিন্দুর রেষারেষি।
জলের ফোঁটায় ফোঁটায় লেখা ভালোবাসি।
প্রার্থনার বিনিয়োগ নাম প্রণয়-প্রেম,
বিশ্বাসী ভূমিষ্ট নাম সমর্পণ।
তুমি-আমি সমর্পিত চির বিশ্বাসী।
শুনতে পাচ্ছ?
আজ পাপেদের দিন, বেদনার পাপ।
তুমি-আমি আমরা ভগ্ন মনোরথের যাত্রী।
ছবিঃঃ সংগৃহীত
৩০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
চমৎকার কবিতা 🙂
ছবির সাইজ অর্ধেকে আনলে ভালো হতো। লেখার চাইতে ছবি যদি বেশি দর্শনীয় হয় তাহলে পাঠক কিন্তু লেখা না পড়ে ছবির দিকেই তাকিয়ে থাকবে। 🙂
অন্যদের পোস্টেও কমেন্ট দিন মাসুদ ভাই।
শুভ কামনা 🌹🌹
ত্রিস্তান
যেই ছবি পোস্টাইছে লেখা যে কিছু আছে তা তো খেয়ালই করিনি,,, আপনার কমেন্ট দেখে পরে হুঁশে ফিরলাম,,,হা হা হা 😀
সাবিনা ইয়াসমিন
হাহাহা, এমন কিছু হবে আমি আগেই বুঝেছি 😀😀
নৃ মাসুদ রানা
ও তাই নাকি।
নৃ মাসুদ রানা
হুমম অবশ্যই। ধন্যবাদ।
আসলে আমার সব ছবি সংগ্রহ করা। এজন্য ইচ্ছে থাকলেও…
চেষ্টা করবো।
ত্রিস্তান
এমনিতেই মন খারাপ, তার উপর এই কবিতা পড়লে তো পাবনায় সিট বুকিং দেয়া লাগবে ভাই। কেমনে লেখেন এগুলো 🤔🤔
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, চেষ্টা করছি লিখতে। পাশে থাকবেন আশাকরি।
ত্রিস্তান
ভালোবাসা অনিমেষ দাদাভাই, আচ্ছা আপনার একটা বই না আসছে ? কি যেন নাম? আমি ফেসবুকে সাজেশন চাইলাম, কয়েকটা ভালো বইয়ের নাম চাইলাম কই বললেন না তো।
ফয়জুল মহী
চমৎকার কবিতা
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর
অন্বেষা চৌধুরী
আরে বাহ্! দারুণ রোমাঞ্চকর লেখা।
চমৎকার প্রকাশ
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়। আমার পাতার জন্য শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনিতো লিখেছেন নীল শাড়ি , কিন্তু ছবিতে তো বাসন্তী রঙের শাড়ি । কবিতা অসাধারণ হয়েছে। শুনতে পাচ্ছ?
আজ পাপেদের দিন, বেদনার পাপ।
তুমি-আমি আমরা ভগ্ন মনোরথের যাত্রী।
দারুন। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
হুমম, ঠিকই বলেছেন। আসলে নীল রঙের শাড়ি খুঁজেও মনমতো পায়নি। এজন্য…।
বাসন্তী রঙের শাড়িও আমার খুবই পছন্দ।
কামাল উদ্দিন
জানেনই তো কবিতা আমি কম বুঝি, তবু বুঝতে পারি এটা ভালোবাসার কবিতা…….কবিকে শুভেচ্ছা
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, আমি কিন্তু আপনার চরম ভক্ত। আপনার সাক্ষাৎেের অপেক্ষায়।
কামাল উদ্দিন
আপনার মতো গুণী মানুষের সাথে সাক্ষাৎ পেলে সত্যিই আমি আনন্দিত হবো মাসুদ ভাই।
সুপায়ন বড়ুয়া
“নদীর কাছে জল ছুঁইছুঁই মাঠ কিনবো,
মাঠের ভেতর ঝাঁ চকচকে উঠোন।
উঠোন জুড়ে তুমি-আমি দিন রাত্রি।”
মন ছুয়ে যায়
এই কবিতায়
কবির শুভ কামনায়।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, উৎসাহ পেলাম।
এস.জেড বাবু
হিংসায় হিংস্রতায় সুখ আর অসুখের মিশ্রনে প্রনয় পরিনয়
দারুন লেখেন তো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, চেষ্টা করছি। আপনিও দুর্দান্ত লেখেন।
নিতাই বাবু
ভালো লাগা এক কবিতা পড়লাম! শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় প্রিয়তমেষু প্রানপ্রিয় পরান বন্ধু।
ইসিয়াক
চমৎকার কবিতা।
ভালো থাকুন সবসময় ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় প্রিয়তমেষু
সুরাইয়া পারভীন
ইশ্ কী লিখলেন ভাইয়া!
হেব্বি হয়েছে হেব্বি।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, প্রিয় উপন্যাসিক…
রেহানা বীথি
ভীষণ ভালো লিখেছেন।
শুভকামনা রইল।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় প্রিয়তমেষু
রুমন আশরাফ
দারুণ লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে ছবিটি কার?