প্রতিদিন দেখা মুখ

পারভীন সুলতানা ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১১:১৮:১০অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি
আমাকে অতিক্রম করে চলে গেলে
অরণ্যবাসী পাখিদের সংসারে ।
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।
তুমি অতিক্রম করে চলে গেলে
বুঝলাম তুমি পাখি ভালবাস,
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম
নদীর ঘোলা জলে পা ডোবালাম;
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।
ভেঙ্গে চুরমার ধৈর্যের প্রাচীর
অনাত্মীয় সুজন তুমি বিবশ পংতি তোমার।
হারানো পথে মর্মর হলুদ পাতা ঝড়ার দিন
তুমি এখন স্থবির এবং বড্ড প্রাচীন।
বৃষ্টি এল , নদী হয়ে ধুয়ে দিয়ে গেল
স্তূপীকৃত জঞ্জাল, মিথ্যে ভালবাসার টান
আমাকে পথ ডাকে , ডাকে মায়াবী ঘ্রাণ
একটি বিশেষ মুখ, আয়নায় দেখি প্রতিদিন ।
১৫/০৯/১৫

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ