প্রতিচ্ছবি

মানিক পাগলা ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০৯:৫০:৫১অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

ছন্ন ছাড়া জীবন
ছিন্ন করে মনের বাধন,
ছুটে পালায় রিক্ত হয়ে
অন্তঃগহীনে সিক্ত রোদন।

শুষ্ক পল্লব আখিতে
পরে রৌদ্রের প্রতিফলন,
চকচকে বালুচর থাকে
তৃষ্ণায় আমরণ।

বাউন্ডূলে জীবন তাই
পেতেছে পথের সজ্জা,
হৃদয় রোদনে ভেসেছে
তবু ভাঙ্গেনি চোখের লজ্জা।

আমার মতই সেজেছে আকাশ
মেঘের শোভা ধরে,
ছন্ন ছাড়া মেঘ তাই
কান্নার প্রতিচ্ছবি হয়ে ঝরে।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress