
প্রতিক্ষায় আছে নবীণা, আসন্ন ফাগুনের সুবাস মেখে ~
চুলের বেনী খুলে, বুকে হাজারো স্বপ্ন এঁকে ~
গোধূলীর আবীরে, ভালবাসার গভীরে, একান্তীয় বাসনায় ~
বরণ ঢালা সাজায়, হরেক ফুলের মালায়, চিন্তায় চেতনায় ~
এক ঝাঁক পাখীর কলতানে, সুর বাঁধে সংগোপনে, আপন মনে ~
নীলিমায় রাখে দৃষ্টি, আলপনায় অনাসৃষ্টি, অনাগত ভুবনে ~
প্রজাপতি মনে, উড়ে বেড়ায় কাননে, এ রাশ স্বপ্ন মুখর ~
বিনা সুতায় গাঁথে মালা, পরম উতালা, প্রতিক্ষার প্রহর ~
কত কথা জাগে, কত অনুরাগে, বসন্ত বাতাসে ~
মনের আঙিনায় ফুটে ফুল, সুবাসে ব্যকুল, চরম বিশ্বাসে ~
দিন কাটে, রাতের পাটে, ভোরের স্বপ্নে বিভোর ~
ঝরা শিউলীর গন্ধে, রন্ধে রন্ধে অপেক্ষার থাকে মোর ~
হাতে মেহেদির আলপনা, ঠাগর চোখে কল্পনা, প্রকৃতি আসে নেমে ~
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২১/০১/২০২০
ঢাকা
১৮টি মন্তব্য
অনন্য অর্ণব
প্রতিক্ষায় কাটে নবীণার, প্রথম দেখার প্রথম প্রেমে ।। প্রতীক্ষার প্রহর ভেঙ্গে সহসাই বেজে উঠুক মিলনের সুর, এই কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর হয়েছে কবিতা। প্রতীক্ষার প্রহর শেষ হোক শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
প্রথম দেখার প্রথম প্রেমে ।
প্রতিক্ষায় কাটে নবীণার,
সেই থেকে শুরু হোক
প্রথম প্রেমের সুচনার।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অবসান হোক প্রতীক্ষার । স্বর্গীয় হোক পথচলা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
নবীণাকে প্রতিক্ষায় রেখে কবি তার কবিতা লিখতে ব্যস্ত! কবিরা শুধু কবিই রইলো, প্রেমিক হতে পারলো না 😀😀
কামরুল ইসলাম
প্রেমিক না হয়ে কেউ, কবি হতে পারে না,
অনেক ধন্যবাদ ও
শুভ কামনা আপু
রেহানা বীথি
প্রতীক্ষার হোক অবসান।
ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
শুভ কামনা
সুরাইয়া পারভীন
প্রতীক্ষার প্রহর চুকিয়ে প্রেমিক আসুক প্রিয়তমার দ্বারে।
চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
দালান জাহান
সুন্দর লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
চমৎকার রচনাশৈলী কবিতা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা