প্রতিকুলতা

কামরুল ইসলাম ২৮ অক্টোবর ২০২০, বুধবার, ০৮:৪৮:০৯অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

হঠাৎ থেমে গেছে সময়

পুরনো বেহালার সুরে

অনিয়মের মাঝে, নিয়মিত

নিয়ম করে চলা ,

যেন, চির চেনা পথ

প্রাণে ঝাঝানো সুর

বাতাসের ধুলি মাখা গন্ধ

তপ্ত দুপুর,  ফেরার নেই টান

বুকে অজানা গন্তব্য

অনিশ্চিত সম্ভাবনার প্রান্তরে ।

 

ধুসর আকাশে মেঘের পালক

কাশবনে শরতের হাত ছানি

পিছু ডাকেনা আর,  প্রকৃতির রুপ

গোধুলীর রঙ মাখা আঁচলে

আবৃত্ত করি প্রতিক্ষার  প্রহর

একাকীত্বের কৃষ্ণ গহ্ববরে  ।

 

বয়ে চলা সময়ের স্রোতে

প্রতিকুলতার বৈরী অবয়ব

গাঁথা  হয়, মনের অগোচরে

হাজার ছলনার ছলে  ।।

 

রচনা কাল ঃ ২৮/১০/২০২০

ঢাকা

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ