প্রণয় অপেক্ষা

রুপাই ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০১:৫৬:৫৩পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

জৈষ্ঠের দাগ ললাট থেকে এখনো মুছে যায়নি দক্ষিণের মাঠের।

নিয়মিত দেখা মিলছে সাথি হারা দাড় বককে তিলের দাড়ির বরইগাছের ডালে।

আষাঢ়কে স্বাগত জানিয়েছে নেচে-গেয়ে বাড়ির পাশের ডোবার কোলাব্যাঙ দম্পতি।

বর্ষার প্রথম কদম দেবার কথা ছিল তোমাকে,

অথচ ঠিকানা জটিলতায় একে একে সব কদম ঝরে পড়ছে মাটিতে।

অংশুর বিয়ের নিমন্ত্রণে বন্ধুদের জোরাজুরি পাশ কাটিয়ে আসলেও,

পাশ বালিশের শূন্যতা দক্ষিণের মাঠ ছাওয়া আকাশের চেয়েও বিশাল।

তোমায় প্রাপ্তিতে জীবন ধন্য হবে মেনেই তোমাকে অর্জনের সপথে অটল থাকি।

অপেক্ষায় থাকি বর্ষার শেষ কদমের জন্য, অপেক্ষায় থাকি সফেদ আকাশের!

যে আকাশের বিশালতা তোমাকে ঈর্ষা করে রোজ ঝরে পড়ছে অঝরে।

আকাশকে কথা দিয়েছি, ঠিকানা জটিলতা কেঁটে গেলে তোমাকে ছুঁবার সুযোগ দিবো আগামী বর্ষাতে!

তখন আমরা আষাঢ় উৎযাপন করবো,

রক্তকবরী পথম স্পর্শ মেখে শরীরে কাদা খোঁচা সুখ খুঁজবো একান্ত আলিঙ্গনে।

শুধু একবার ঠিকানা জটিলতা কেঁটে যাক……………!

 

২১ শে জুন ২০২২ ইং

 

#রুপাই

২২০জন ১৩৯জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ