প্রণয় উষ্ণতার জন্য

ইসিয়াক ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:২৮:১২পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

তোমার বিশুদ্ধ আগুনে
আমি ঝাঁপ দিতে গিয়ে দেখি,
তুমি অন্যের হাত ধরে,
তার আবেগ, স্ফীতি এবং অনুভূতির প্রতি নিজেকে রক্ষিত করে
চলে গেছো বহুদূর।

বজ্রগর্ভ–অন্তরের গভীর থেকে উঠে আসা চিৎকার,
সগৌরবে বলে ,এসো, জেগে উঠি সুপ্রাচীন কোলাহলে ।
মিনতি ,আর্তনাদ,আকুলতা।
তুমি সাড়া দাও না।
আমি কান্না লুকাই এখন অনাবৃত সরোবরে ।
দেখ দেখি দুঃখগুলো,
কষ্টের স্রোতে কীভাবে যাচ্ছে ভেসে
অকাল বন্যায়।

কতটুকু ভালোবাসা দিলে,
আমার একলা রাতের
নিঃসঙ্গতাগুলো তোমার শীতল অনুষঙ্গে উষ্ণতা ছড়াবে?
কতটুকু ভালোবাসা দিলে,
প্রেমের শান্তি মঙ্গল উঠে দাড়াবে বুকসমান উঁচু জলে।
থমকে যাবে তোমার–আমার গল্প
ইচ্ছের প্রাচীর ঘিরে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ