
নির্জন নিস্তব্ধ রাত;
ঘুমের ঘোরে আচ্ছন্ন সারা পাড়াময়,
শুধু ঝিঁঝিঁ পোকার কলরব আর শুনসান নিরবতা!
অনির্বাণ জেগে আছো?
বর্ষার বর্ষণমুখর রাতে;
টাপুর টুপুর বৃষ্টির নূপুরের ছন্দ,
মনের দরজায় কড়া নাড়ছে।
হৃদয়ে উঠেছে প্রণয়ের প্রলয়!
অনির্বাণ জেগে আছো?
শুনতে পাচ্ছো কড়ানাড়ার আওয়াজ!
বুঝতে পারছো প্রণয় প্রলয়ের পূর্বাভাস!
অনির্বাণ জেগে আছো?
যদি জেগে থাকো;এসো তবে আজ
ভয়ঙ্কর প্রণয়ের দামামায়-
লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
ছিন্নভিন্ন করি সমস্ত বসন!
রচনাকাল-১০/৭/২০২০
সময়-২:৩০ এ.এম
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রণয়ের দামামা লেখায় ঠিক টের পাচ্ছি,
তবে চতুর/ভুয়া অনির্বান টের পেলেই হয়।
অনেকদিন পর লিখলেন।
সুরাইয়া পারভীন
অবজেকশন! অবজেকশন!
অনির্বাণ একটি কাল্পনিক চরিত্র
তাকে এতো গুলো উপাধি দেওয়া মোটেও ঠিক নয়
আমার কাল্পনিক অনির্বাণ নিশ্চয়ই চতুর/ভুয়া হয়😰😰
হ্যাঁ ভাইয়া অনেক দিন পর লিখলাম
সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত করে রেখেছি।
কৃতজ্ঞতা অশেষ
সুরাইয়া পারভীন
চতুর/ভুয়া নয়
অদ্ভুত ব্যাপার হলো যতো বার না লিখতে গিয়েছি বেশির ভাগ সময়ই হ্যাঁ হয়ে গেছে।
ছাইরাছ হেলাল
জোর করে হ্যাঁ কে না বললে, হ্যাঁ না হয়ে যায় না!!
ছাইরাছ হেলাল
কাল্পনিক চরিত্র বলেই তো যা-খুশি/খুশি-মত যা ইচ্ছে তা-ই বলা যায়।
তাতে আনন্দের বাড়াবাড়িটুকু মন্দ লাগে না!!
সুরাইয়া পারভীন
এই মজাটুকু আনন্দটুকুই ভালো থাকার/রাখার মহাওষুধ ভাইয়া!
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ অশেষ
সুপর্ণা ফাল্গুনী
বাপরে প্রণয়ের সুরেই ভয় পেয়ে গেছি বসন, আসন সব ওলোটপালোট। আপনার লেখা খুব মিস করি। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
খুব ব্যস্ত সময় পার করছি দিদি। বলা চলে স্বেচ্ছায় নিজেকে ব্যস্ত করে নিয়েছি।
ভালো থাকুন দিদি
ধন্যবাদ অশেষ
ফয়জুল মহী
অতুলনীয় , বেশ ভাল লাগলো,
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন
সুপায়ন বড়ুয়া
“অনির্বাণ জেগে আছো?
শুনতে পাচ্ছো কড়ানাড়ার আওয়াজ!
বুঝতে পারছো প্রণয় প্রলয়ের পূর্বাভাস!”
তাই তো লাগতো ভাল
যদি পেতাম তেমন আশ্বাষ।
ভাল লাগলে। আপু শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা দাদা
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
প্রণয়ের সুর বেজে উঠুক যুদ্ধের দামামায়।
বেশ লিখলেন দিদি।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
উঠুক তবে
ধন্যবাদ অশেষ দাদা
ভালো থাকবেন
তৌহিদ
ওরেব্বাস! এ যে লেখক আজ অগ্নিমূর্তি ধারণ করেছেন দেখছি? শান্তি শান্তি!
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হৃদয়ের আকুলতার অপূর্ব প্রকাশ — লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
ছিন্নভিন্ন করি সমস্ত বসন!
শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
আজ প্রণয়ের অগ্নিমূর্তি!
ভালো থাকবেন
শুভকামনা
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন
মাছুম হাবিবী
অনির্বাণ জেগে আছো?
যদি জেগে থাকো;এসো তবে আজ
ভয়ঙ্কর প্রণয়ের দামামায়-
লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
ছিন্নভিন্ন করি সমস্ত বসন!
হৃদয় নাড়িয়ে দিলো আপু
সুরাইয়া পারভীন
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
বন্যা লিপি
প্রণয়ের প্রলয়! বাপরে! চাতুর্য শব্দপ্রয়োগ। মারহাবা…কল্পলতা পেয়ে যাক প্রশ্রয়ের কল্পতরু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
লাভ ইউ সো মাচ ❤❤❤
সুরাইয়া নার্গিস
বাহ্ দারুন আপু।
খাদিজাতুল কুবরা
ভীষণ সুন্দর কবিতা!
শব্দের কি মোহনীয় ঝংকার!
আবেদন ঝরে পড়ছে কবিতার ছত্রে ছত্রে।
ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়