প্রণয়ের প্রলয়

সুরাইয়া পারভীন ১০ জুলাই ২০২০, শুক্রবার, ১০:০৯:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

নির্জন নিস্তব্ধ রাত;
ঘুমের ঘোরে আচ্ছন্ন সারা পাড়াময়,
শুধু ঝিঁঝিঁ পোকার কলরব আর শুনসান নিরবতা!
অনির্বাণ জেগে আছো?

বর্ষার বর্ষণমুখর রাতে;
টাপুর টুপুর বৃষ্টির নূপুরের ছন্দ,
মনের দরজায় কড়া নাড়ছে।
হৃদয়ে উঠেছে প্রণয়ের প্রলয়!

অনির্বাণ জেগে আছো?
শুনতে পাচ্ছো কড়ানাড়ার আওয়াজ!
বুঝতে পারছো প্রণয় প্রলয়ের পূর্বাভাস!

অনির্বাণ জেগে আছো?
যদি জেগে থাকো;এসো তবে আজ
ভয়ঙ্কর প্রণয়ের দামামায়-
লণ্ডভণ্ড করি সংরক্ষিত আসন,
ছিন্নভিন্ন করি সমস্ত বসন!

রচনাকাল-১০/৭/২০২০

সময়-২:৩০ এ.এম

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ