
বসন্তের আকাশে বাজিছে রাজকীয় ধ্বনি,
মৃণ্ময়ী মায়ের চিন্ময়ী রূপের আগমনী।
তুমি মা শ্বেতরূপে সরস্বতী,
পদ্মফুলের মাঝে মা’গো তোমার দ্যুতি।
তুমি মা বিশ্বরূপের বিশালাক্ষী,
তুমিই হে মা ভগবতী ভারতী।
এসেছ মা তুমি ছড়িয়ে দিতে বিদ্যার বাণী,
তুমিই যে মা শুভ্ররূপের জ্ঞানস্বরূপিনী।
মা তুমি বিশ্বরূপের বিদ্যানন্দিনী,
তুমিই মধুর মূরতী বিকাশিনী।
বিদ্যার দেবী তুমি,তোমারে প্রণমি,
সর্বাঙ্গে মাখিব পদধূলি হে জননী।
দু’বাহু প্রসারিত করি তোমারে দিব পুষ্পাঞ্জলি,
জগৎ সংসারে ছড়িয়ে দাও মা
জ্ঞানের অমৃতবাণী।
তুষার শুভ্রিনী তুমি মা ত্রিভুবনের জ্ঞানদাত্রী,
বিদ্যার দেবী বীণাপানি
তোমারই চরণকমলে করি মিনতি।
তুমি হে মা শ্বেতবীণাধরা
শুভ্রা শ্বেতলঙ্কারবিভূষিতা,
শান্তির মোহনীয় সুরের শঙ্খনিনাদে
এ ধরণীর মাঝে তুমি আবির্ভূতা।
তুমি হে মা তিমির বিদারী,
পূজিব মা আমি তোমায় হয়ে নিত্য পূজারী।
মা গো,প্রণমি তোমায়..
বিদ্যাদায়িনী তুমি যে মা
বিদ্যা দাও হে আমায়।
৯টি মন্তব্য
মনির হোসেন মমি
শুভেচ্ছা শুভ কামনা স্বরসতীপুজা।বিদ্যাদেবী মা সবার বিদ্যার প্রসার ঘটাক।খুব ভাল হয়েছে মায়ের বন্দনা।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ,দাদা।
শুভেচ্ছা রইলো অনেক।
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর বন্দনা! কবিতায় বিমোহিত, মুগ্ধ হলাম দাদা। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ঈশ্বর মঙ্গল করুন
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
ভালো থাকুন অনেক।
সাবিনা ইয়াসমিন
জ্ঞানের আলোয় পরিপূর্ণ হোক মনুষ্যজাতি।
শুভ বসন্ত, সরস্বতী পূজার শুভেচ্ছা রইলো। শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
অনেক ধন্যবাদ,দিদি।
ভালো থাকুন অনেক।
সাবিনা ইয়াসমিন
প্রদীপ, তোমার কাছে কি সবার কমেন্ট দেখতে একইরকম লাগছে? তাহলে সবাইকে একই রিপ্লাই দিচ্ছো কেন!!
আরজু মুক্তা
শুভকামনা। জ্ঞান বিজ্ঞানে দেশ ভরে উঠুক
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ,দিদি।
ভালো থাকুন অনেক।