প্রজাপতি এবং…

শুন্য শুন্যালয় ১৬ এপ্রিল ২০১৭, রবিবার, ০৪:৩৮:৫৮অপরাহ্ন ছবিব্লগ ৪৫ মন্তব্য

img_8260-2তুই বলতিস, পৃথিবীর সব প্রজাপতিগুলো নাকি আমি
তাই বুঝি সব কাছে থেকেও দূর আর দূরে
যেমন আমি, আমার থেকে...

img_7509-3স্থির হয়ে আমি প্রজাপতির অস্থিরতা দেখি
আমাদের একজীবনের নিভৃতে খোঁজাখুঁজি
মাত্র কএক সেকেন্ডেই বুককাভারের মতো চোখে পড়ে...

img_8281-3 নিরীহ এক অশরীরী যেন প্রজাপতির বেশ নিয়েছে আজ
বিভ্রান্ত হয়ে উড়ে যেতে যেতে তার খোলস খুলে পড়ে
শরীরী কিছু রুবেক্স কিউব পড়ে থাকে যত্রতত্র
না মেলানো অবহেলায়।

img_1064-3প্রজাপতির রংগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে
দেখতে পাও?
তোমরা বোধহয় প্রজাপতির রঙ নিয়ে ভাবোনা আর
অথচ রঙিন প্রজাপতি আঁকো ঘরের দেয়াল জুড়ে!!

img_8271-2সময়ে সময়ে আমি আসর মাতাই
আহা!বেশী এক তরুন প্রজাপতি
যে আসরে দুঃখের গানেও বাজে তালি
আমি তখন দুঃখ লুটে নেয়া চকলেটে ভোলা কিশোর।

img_8284-3খুব কঠিন প্রশ্ন তোর,
প্রজাপতিগুলো সব তোর কাছে গিয়েই কেন মরে যায়!
এক জানলা ঘেরা অচিন আকাশ ঘর
চন্দ্রালোকে মরতে চাওয়া কবির মতোই
বেহিসাবি ভীষণ রকম....

img_8568-2কিছুতেই কিছু যায় আসেনা,
সব দেখে ফেলেছি, শেষের ঐ শেষ।
আমাকে জারক অথবা বিজারক বলতেই পারো
আমি না মানাতেও ওস্তাদ।

img_8312-5সেদিন এসে দাঁড়ালো অদ্ভুত কিছু ভুল
আমি বললাম, প্রয়োজন ছিলো
ভুলগুলো হেসে প্রজাপতির ডানায় উড়ে গেলো
শুনলাম তরঙ্গের মতো ভেসে এলো
ভুলের প্রয়োজন থাকেই......

বুবুকে... 

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ