
অমন করে তাকিয়ো না; পালাবে মেঘমালা
রোদের স্বচ্ছ বৃষ্টিতে ধরা পরে যাব আমি
আমার লুকোচুরি প্রেম; স্বাপ্নিক আয়োজন
জল তরঙ্গে ঢেউয়ে ঢেউয়ে সাজানো তুমি
বৃন্তের মস্তকে ফোঁটা ফুলের স্তনাগ্রে ঝরে
সুভাসিত প্রেম; সান্দ্রহৃদয়ে তোমার ছবি
প্রজাপতি এবং আমি এক পথেই হাঁটি
চোর চুম্বনে হৃদয়ে তোমার ঢেউ জাগাতে...
৫টি মন্তব্য
স্বপ্ন
প্রজাপতি এবং আমি এক পথেই হাঁটি
চোর চুম্বনে হৃদয়ে তোমার ঢেউ জাগাতে… (y)
জিসান শা ইকরাম
হুম বুঝলাম 🙂
ভালো হৈসে -{@
খসড়া
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।
ছাইরাছ হেলাল
অল্প কথায় অনেক কথা ।
বরাবরের মতই ভালোলাগা ।
শুন্য শুন্যালয়
রোদের স্বচ্ছ বৃষ্টিতে … কবিরা চাইলে কতো সুন্দর সৃষ্টি করতে পারে… অনেক ভালো লাগা ভাইয়া…