প্রকৃতি প্রেম

প্রদীপ চক্রবর্তী ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ০৮:৪৬:৫৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমি বহুকাল ধরে বহুপথ দূরে,
আলোকিত রাত্রিতে আছি বসে বৃক্ষরাজির পদতলে।

অভিসারের শেষে ক্লান্তিহীন স্মৃতির স্রোতে,
খুঁজছি প্রিয় বনলতা আর জীবনানন্দ কে।
যেখানে দুচোখ ভরে দেখি প্রকৃতির ছায়াবীথি,
মধুময় মধুমাসে হিজল ফুলের শাড়ির নীলে যাজ্ঞসেনী।

শৈশব আমার গড়ে উঠা জীবনানন্দের পাঠশালায়,
প্রকৃতির মাতৃত্ব আমার নিভৃত বনলতার শিল্পশালায়।

দুচোখ ভরে প্রকৃতি প্রেম আসে জারুল হিজলের ডালে,
নিভৃত প্রেম অতলে ডুবে মিতালি মুখর মুগ্ধতা নিয়ে।
মুক্ত মন্দির দেবালয়ে বেজে ওঠে তপ্ত শঙ্খধ্বনি,
প্রাচীর বেয়ে উঠে রোজ মধু ক্ষণে কত অজস্র বিটপী।

নিভৃত মধুময় প্রেমে সবুজে শ্যামল গ্রন্থি আঁচলে হেম,
মধুমাসে জীবনানন্দ বিলিয়ে দেয় কত নিভৃত প্রেম।

পত্ররন্ধ্রে রোজনামচা মৃগতৃষ্ণা খুঁজে ভরদুপুরে,
গন্ধ পুষ্পে মোহিত প্রকৃতির পূর্ণ হৃদয়ের ভাবনা আঁকে।

পুলকিত প্রেমে স্থবিরতা বয়ে ললাট ঘিরে,
অমানিশা শেষে মধুময় প্রেমের আলিঙ্গনে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ