
প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে
ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে
কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।
বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে
অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে,
কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে
আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।
একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি
করছে নিশ্চিহ্ন ঘাসফড়িং আর কত ঘাস কচি কচি,
ঝড়বৃষ্টি আর করাল করোনা মহামারী
শত দূষণের ফলে ভারাক্রান্ত আজ প্রকৃতি।
আজ মানুষ গৃহবন্দী মৃত্যুর সঙ্গে করে সন্ধি
এসব কিছুর জন্য আমরাই দায়ী মানবজাতি,
যেদিকে তাকাই চারিদিকে মুমূর্ষু পৃথিবী
কেউ শুনছে না মানবজাতির বেদনার আর্তি।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
অপূর্ব কাব্যিকতা অসাধারণ ভাবনা ।
মুগ্ধ হলাম ।শুভেচ্ছা জানবেন।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া । সুস্থ ও ভালো থাকবেন।
তৌহিদ
সম্মানিত লেখক, সোনেলার নীতিমালা অনুযায়ী আপনি পুর্বের লেখা পোষ্ট দেয়ার চব্বিশঘণ্টা পরে পরবর্তী লেখা পোষ্ট করতে পারবেন। এই লেখাটি খসরায় রাখুন। ০৬ জানুয়ারি ২.৩৬ এ প্রকাশিত করুন।
অনুগ্রহ করে নীড়পাতায় সোনেলার নীতিমালা পড়ে নিন।
শুভকামনা।
সাখাওয়াত হোসেন
অফুরান শুভেচ্ছা ও ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
বাস্তবতায় কবিতা। নান্দনিক প্রকাশ।
কবি স্পেস কমিয়ে দিলে পড়ে মজা লাগে।
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া।
স্বয়ংক্রিয়ভাবে স্পেস হয়ে যাচ্ছে।
ভালো থাকবেন, শুভ রাত্রি!
সুপর্ণা ফাল্গুনী
এই করোনা মহামারী প্রকৃতির প্রতিশোধ আমাদের জন্য। আমাদের অতিরিক্ত অত্যাচার আর অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ। ঈশ্বর সহায় হোন সবার, মুক্তি পাক বিশ্বের সবাই এই বিষময় মহামারী থেকে। আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা। শুভ রাত্রি
সাখাওয়াত হোসেন
দারুণ মনোমুগ্ধকর মন্তব্য। সুস্থ ও নিরাপদ থাকবেন, শুভেচ্ছা রইলো অবিরত।
সাবিনা ইয়াসমিন
প্রকৃতি দাণ করার সময় যেমন উদার, প্রতিশোধ নেয়ার সময় তেমনই নির্মম ভূমিকা পালন করে।
আমাদের উচিৎ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা।
প্রকৃতি নিয়ে চমৎকার কবিতা লিখেছেন, ভালো লাগলো পড়ে।
শুভ কামনা 🌹🌹
সাখাওয়াত হোসেন
প্রকৃতি আর মানুষ পাশাপাশি অবস্থান।
তাই কাউকে অবহেলা করে পার পাওয়া যায় না।
ভালো থাকবেন আপু।
বোরহানুল ইসলাম লিটন
এটা যেন হবারই ছিল প্রিয় কবি
আজকের বিপর্যস্ত জীবন অতি বাড়াবাড়ির ফল।
বেশ মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ ভাইয়া এই করুন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে জীবনের ভুলগুলো শুধরে নিতে হবে।
ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
বাস্তবতায় কবিতা। নান্দনিক প্রকাশ।
আপনার জন্য শুভ কামনা //
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন।
আরজু মুক্তা
প্রকৃতিকে কষ্ট দিয়ে এখন আমরাই ভুগছি।
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু। আজ আমরা আমাদের পাপের শাস্তি ভোগ করছি।