প্রকৃতির প্রতিশোধ

সাখাওয়াত হোসেন ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ০২:৩৬:১৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

প্রকৃতি আজ মেতেছে চরম প্রতিশোধ নিতে

ধ্বংসলীলায় দাঁড়িয়ে মৃত্যু ঘন্টা বাজিয়ে,

লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল বাঁচাও মুখরিত শ্লোগানে

কম্পিত পৃথিবী নিচ্ছে হিসেব কড়ায়গণ্ডায় পাল্লাতে।

 

বিজ্ঞানের যত অহংকার নিভৃতে কাঁদে

অদৃশ্য কীট করোনার মরন ফাঁদে,

কদম ফুলের রূপে মহামারী করোনার ভয়ে

আধুনিক বিশ্ব আজ খাঁচায় বন্দি লোকালয় ছেড়ে।

 

একবার ভাবি এইযে রাস্তা-দালান সারি সারি

করছে নিশ্চিহ্ন ঘাসফড়িং আর কত ঘাস কচি কচি,

ঝড়বৃষ্টি আর করাল করোনা মহামারী

শত দূষণের ফলে ভারাক্রান্ত আজ প্রকৃতি।

 

আজ মানুষ গৃহবন্দী মৃত্যুর সঙ্গে করে সন্ধি

এসব কিছুর জন্য আমরাই দায়ী মানবজাতি,

যেদিকে তাকাই চারিদিকে মুমূর্ষু পৃথিবী

কেউ শুনছে না মানবজাতির বেদনার আর্তি।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • আলমগীর সরকার লিটন-এর আমার মতো পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • সাখাওয়াত হোসেন-এর বয়স পোস্টে
  • হালিমা আক্তার-এর কম্পিত ডানায় পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ