
জিলাপির প্যাঁচ দিয়ে হয় যত কারবার।
মনের প্যাঁচ আছে যত, চেষ্টা ঢাকবার।
বড় খোকা মারেন প্যাঁচ মোক্ষম সময়ে
প্যাঁচ শুধু জিলাপিতে,
নেই আর কিছুতে?
রাজা প্যাঁচ মেরে জান রাজ্যনীতিতে,
গোপাল রাখে প্যাঁচ বুদ্ধির ঝুড়িতে।
যত প্যাঁচ কু-তে আছে, সু -কেবল প্যাঁচ হীন।
শব্দে প্যাঁচ লেগে লেখকের যায় দিন।
দেশটা হয়েছে মারপ্যাঁচে বন্দি।
মানুষ খুঁজছে বাঁচবার ফন্দী।
প্রেমের বাজারে প্যাঁচ মেয়েদের ভোলাতে,
প্যাঁচ দিয়ে কেটে পরে বিয়ের বেলাতে।
দড়িতে প্যাঁচ দিয়ে গলায় দিলে ফাঁস
পরাণ’টা যাবে চলে করবে হাঁসফাস।
নাটাইয়ের সুতোয় প্যাঁচ লেগে গেলে একবার,
গাট্টা খেতে হবে, উপায় নেই জিতবার।
পানিতেও প্যাঁচ মারে হয়ে যায় গোল্লা
কত প্যাঁচ আছে, বলে যাও মোল্লা!
বাতাসের প্যাঁচে পড়ে বাড়ি ঘর উড়ে যায়
সংসারের প্যাঁচে সাধারণ ধরাশয়।
নারী আর পুরুষের স্বভাবের ওজনে,
কে কাকে হারাবেন প্যাঁচ মারেন কথাতে।
স্ক্রু ঢিলা হলে বোকা বনে সজনে
মেশিনটা অকেজো ফেলে রাখি দোকানে।
চাকুরীর বাজারে মামা-খালু মারে প্যাঁচ,
বসের টেবিলে। ফাইলেও ঘোরপ্যাঁচ।
প্যাঁচে পড়ে পরকিয়া, করো যদি ঘোরা ফেরা
জীবন্ত লাশ হবে যারা আছো ভোলা-ভালা।
সাপে প্যাঁচ দিয়ে স্বীকার ধরে খায়
স্বীকারির বাচঁবার তরে প্যাঁচ এঁটে যায়।
যুক্তি খাাতিরে বক্তার মারপ্যাঁচ
কেউ হারে কেউ বা জিতে যান।
লিখলাম সোজা কথা কবিতার ভাষাতে
কে জানে,কে ধরবে প্যাঁচ মোর কথাতে!
প্যাঁচ নয় আর কোনো
এসো সবে সোজাতে।
……………………
৭/৬/২০২০
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপু চমৎকার, চমৎকার লিখেছেন। কোনো প্যাচ না ধরেই বলছি অসম্ভব সুন্দর হয়েছে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
শিরিন হক
অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
ধন্যবাদ আপু
ফয়জুল মহী
দারুণ লেখা । ভালো থাকুন।
শিরিন হক
কৃতজ্ঞতা জনাব।
আরজু মুক্তা
প্যাঁচ কিন্তু পেটে পেটে।
আহা! জিলাপির প্যাঁচ
শিরিন হক
হেয়া মুই বুুজ্জি।তয় প্যাচ দিয়েন না আবার
শামীম চৌধুরী
শিরীন আপা প্যাচের এত গল্প ও কাহিনী আপনি কেমনে জানলেন? খূব ভালো লাগলো আপু কবিতাটি পড়ে।
শিরিন হক
জীবনটাই তো সার্কেল অফ চেইন প্যাঁচ সেখানে।
ধন্যবাদ আপনাকে
সুপায়ন বড়ুয়া
“লিখলাম সোজা কথা কবিতার ভাষাতে
কে জানে,কে ধরবে প্যাঁচ মোর কথাতে!
প্যাঁচ নয় আর কোনো
এসো সবে সোজাতে।”
অসাধারণ ! প্যাঁচ নিয়ে যা লিখলেন মাইরি
খুব ভাল লাগলো।
শুভ কামনা।
শিরিন হক
শুভ কামনা
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি প্যাঁচ বিশেষজ্ঞ!
কোথায় কোন প্যাঁচ মেরে বসেন কে জানে।
শিরিন হক
ভয় নেই আমি সোজা সাপটা মানুষ।
হালিম নজরুল
ও রে আল্লাহ এ কত প্যাঁচ!!!!
শিরিন হক
কোথায়?
কামাল উদ্দিন
সুকুমার রায়ের “পাকাপাকি” আর আপনার প্যাঁচাপ্যাঁচি যেন একই ঘরানার কবিতা। সোজাসুজি বলে গেলাম আমরা প্যাঁচাপ্যাঁচি চাইনা ……..শুভ রাত্রী আপু।
শিরিন হক
সুকুমার রায়ের কবিতাটি পড়া হয়নি। প্যাচ নেই কোনো এখানে। একজনের সাথে কথায় প্যাচ লেগেছিলো সেই প্যাচে এ কবিতার জন্ম। ধন্যবাদ আপনাকে অনেক।
কামাল উদ্দিন
আপনাকেও অনেক ধন্যবাদ আপু