
হে ঈশ্বর আল্লা…তোমাদের কাছে করি করুণ মিনতি
মিটিয়ে দিও আমাদে শূন্যতা..
যেন একটু আনন্দে বেঁচে থাকতে পারি!
অপেক্ষা,,
তোমার অপেক্ষায়….অভুক্ত রহিল ইচ্ছে
আমি ইচ্ছের কাছে পরাজিত….এ সমাজ হতে!
দুঃখ নেই…আমি তো এখনো পরিপূর্ণ….
আমি তো নই নিচিহ্ন,বস্ত্র শূন্যই তো শরীর
এটাই তো জীবন চরিত্র,জীবনের গল্প!
তবু বলি জীবন মানেই তো দুঃখ বেদনা
জীবন্ত সমাজে আমারা মৃত?
দূরের গল্প নয়… ওটা একটা স্বাধীনতার চিত্র
শুধু বৈচিত্র সমাজ..সে সমাজেই তো আমাদের বসবাস,
সমাজ সবি বুঝে……
শুধু বুঝে না আমাদের অভাব শূন্যতা,
কেই বা বুঝবে, আমাদে দুঃখ বেদনা…
এসমাজ তো আমাদের নয়…..
আমরা তো গরীব…. নেই উচ্ছমহলে আত্নীতা,
থাকলে বা কী,কে দেবে এক মুঠো অন্ন,
কে দেবে আমাদের শীত বস্ত্র!
তবু কেউ এসে দাঁড়ায় স্বপ্ন দেখায়..
আবার স্বপ্নও ভাঙায় সে!
তবু সেই স্বপ্নেই দাঁড়িয়ে রইলাম,বস্ত্র শূন্য শরীরে!
বিষম অবাক লাগে,দেখে এসমাজ
নিয়ম ভাঙে নিয়ম গড়ে,শুধু আমাদের নিয়মটা দাঁড়িয়ে থাকে,
হতো দারিদ্রের দুয়ারে।
দূর আকাশে চেয়ে স্বপ্ন দেখে,শীত এলেই যে আমাদে অশ্রু ঝরে,
তবু কেউ যুদ্ধ করে বাঁচে,
আর কেউ যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যু বরণ করে।
ছবি ফেইসবুক থেকে।
২৫টি মন্তব্য
ইকবাল কবীর
জীবন মানেই যুদ্ধ, কেউ জিতে আর কেউ হারে। শুভ কামনা রইল। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,
হু ঠিক বলেছেন দাদা জীবন যুদ্ধে কেউ জিতে আর কেউ হারে।
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
এভাবেই দরীদ্ররা বেঁচে থাকে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান,
বেঁচে থাকে ঠিকই, তবে যুদ্ধে পরাজিত হয়ে।
শুভ কামনা জানাবে ভাইজান।
ছাইরাছ হেলাল
দারিদ্র আছে, আছে শীত,
তবে আজকাল এমন বস্তা গায়ে দেয়ার অবস্থা আছে বলে মনে হয় না।
খুব সামান্য টাকায় শীতের পোশাক পাওয়া যায়।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন।
দাদা ঠিকই বলেছেন, তবে এ-সময়ে না থাকতে পারে, কিন্ত এক-সময় নিজ চোখে দেখেছি এমন দৃশ্য,আমি নিজেও ছিলাম এমন দৃশ্যের ভাগ্যবান।
শুভ কামনা জানাবে দাদা। ভালো থাকুন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
শীতে উদ্বাস্তুদের খুব কষ্ট হয়। শীত ওদের জন্য দানবীয় আকার ধারণ করে। শুভ কামনা
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, শীত ওদের জন্য দানবীয় আকার ধারণ করে।
ধন্যবাদ দিদি মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
জীবন একটা দৌড় খেলা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, এ-দৌড়ে কেউ জিতে আর কে হেরে যায়। অশেষ ধন্যবাদ জানাবেন দাদা।
ভালো থাকুন সব সময়।
মনির হোসেন মমি
জীবন্ত সমাজে আমরা মৃত
চমৎকার বলেছেন।কবিতায় সাম্যহীনতার এ ঘূণে ধরা সমাজকে ঘৃণার চোখে দেখানো হয়েছে। খুব ভাল লাগল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
ঠিকই বলেছেন দাদা সামাজকে ঘূণে ধরেছে,
চোখের সামনে গরীব হতদারিদ্র মার ধুঁকে ধুঁকে মরছে, আমারা তো ফিরেও তাকাই না।
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
ভালো থাকুন সব সময়।
নিতাই বাবু
সোনেলা ব্লগে পৌষ সংক্রান্তি উৎসবে আপনার কবিতাটি সত্যি প্রশংসনীয়। কবিতায় গরিবমানুষের দুঃখকষ্টের সবকিছু উঠে এসেছে। পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা মন্তব্যে মুগ্ধতা ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
আপনাকেও পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা।
তৌহিদ
পৌষ সংক্রান্তি উৎসবে এমন আবেগ তাড়িত কবিতা পড়ে ভালো লাগলো। আপনি অনেক ভাল লিখেন দাদা। আমাদের সবারই গরীব অসহায়দের সাহায্য করা উচিত। ঈশ্বরতো আমাদেরকে দিয়েই তাদের সাহায্য করায়।
ভালো থাকবেন দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা,
ঠিকই বলেছেন দাদা আমাদের সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
আপনিও ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুরাইয়া পারভীন
এমনি করেই প্রতিনিয়ত মরতে মরতে বাঁচে অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ। বাঁচতে হয় তাদের
চমৎকার লিখেছেন
মুগ্ধতা অনিমেষ
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, অশেষ ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সব সময়।
শুভেচ্ছা জানাবেন।
সৈকত দে
বাস্তবতা তুলে ধরেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, মন্তব্যে মুগ্ধতা। ভালো থাকুন সব সময় শুভ কামনা।
এস.জেড বাবু
পৌষ সংক্রান্তি উৎসবে এটা সম্ভবত আপনার ২য় লিখা-
মনে হয় যে কোন একটা রেখে অন্যটা মুছে বা শিরোনাম এডিট করে দিতে পারেন।
নিয়ম তাই বলে।
অসাধারণ লিখেছেন।
তৌহিদ ভাইয়ের সাথে আমি একমত, অত্যন্ত গভীর ভাবনার প্রকাশ ঘটে আপনার লিখায়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
কিন্তু আমি ঠিক বুঝলাম না কি এডিট করবো ,
লেখা কি একটা রেখে অন্যটা মুছতে বলেছেন।
না কি শিরোনাম এডি করতে বলেছেন।
এস.জেড বাবু
আমার মন্তব্যটা অনেক আগের-
গতকাল একটা পোষ্টে দেখলাম, পৌষ সংক্রান্তিতে যারা একাধিক পোষ্ট করেছেন তাদের প্রথম লিখা কাউন্ট হবে।
অতএব কোন কিছু এডিট করতে হবে না আপাতত।
শুভেচ্ছা ও শুভকামনা ভাইজান।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আমি আগে আপনার মন্তব্য খিয়াল করিনি, কালকে দেখেছি,
আমি এর জন্য অনেক অনেক দুঃখিত।
সঞ্জয় মালাকার
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো, ভালো থাকুন সব সময়।