
ঋতু পালাবদলের আসরে শীতের নিমন্ত্রণ,
কুয়াশার চাদরে শীত-নিদ্রায় মগ্ন উলঙ্গ প্রকৃতি।
সরিষা ফুলের মাদকতায় আচ্ছন্ন প্রাণেশ্বর-প্রাণেশ্বরী;
আলিঙ্গনে উষ্ণতার আবেশ ছড়ায়।
পঞ্চমী তিথিতে তারার ফুলে বাসর গড়ি-
চাঁদবুড়ি আদিমতার নেশায় মত্ত;
কুয়াশার আবডালে-আকাশের উলঙ্গ বক্ষে।
শিশির-স্নানে শুচি হয় ধরনীর দেহ-বল্লরী।
নগ্ন পায়ে রাশি রাশি বৃক্ষ, জন্ম জন্মান্তরে
শীতের তীব্রতাকে করেছে অবগাহন।
জোড়া শালিকের উদ্দাম প্রনয় নাচন,
শুভ-অশুভের অশনি সংকেত-
ভাগ্যদেবীকে কটাক্ষের তীর।
পলাশ শিমুলের রক্তিম আভায়;
প্রকৃতির সিঁথিতে সিঁদুরের আভাস,
হিম-বায়ুর পরশে অধরে কামনার বাঁধভাঙা কাঁপন ।
সজনে ডালে শ্বেত পাথরের মুকুট;
পৌষের নিমন্ত্রণে উত্তরীয় পবন-
দ্বারে দ্বারে শৈত্যপ্রবাহ করে আলোড়ন।
শীতপবনে জড়ো জড়ো তনু-মন,
উষ্ণতা খোঁজে দেহের পর্বত-উপত্যকায়।
পিঠা পুলির আমন্ত্রণে শীতের দারিদ্রতা-
রাজকীয়তায় রূপান্তর ঘটে।
সূর্যাদির রাশি পরিবর্তনের চক্র কাঁটায় পৌষের আগমন।
সূর্যদেবতার উত্তরায়ণ গমন-
পৌষের অন্তিম যাত্রায় উৎসবের আয়োজন।
১৯টি মন্তব্য
রেহানা বীথি
বাহ্, পুরো পৌষ ধরা দিল আপনার কবিতায়। ভালো লাগলো ভীষণ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ সন্ধ্যা
কামাল উদ্দিন
পিঠে পুলির আমন্ত্রণে দারিদ্রতা মুছে আনে রাজকীয়তা, বেশ ভালো বলেছেন আপু……..পিঠেপুলি শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও পিঠা পুলির শুভেচ্ছা। ধন্যবাদ
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, ভালো থাকুন সব সময়।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন পৌষ সংক্রান্তি কবিতা👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু আপনাকে। 😍💓
অনন্য অর্ণব
কুয়াশার আবডালে-আকাশের উলঙ্গ বক্ষে।
শিশির-স্নানে শুচি হয় ধরনীর দেহ-বল্লরী।
ওয়াও…এক্সিলেন্ট এবার❤️
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। 😍😍😍😍
তৌহিদ
বাহ! দারুণ লিখেছেন আপু। পুরো লেখায় পৌষের বন্দনা! ধন্যবাদ আপনাকে পৌষ সংক্রান্তি উৎসবে এত সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য।
ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা। শুভ রাত্রি
সঞ্জয় মালাকার
পিঠে পুলির আগমন ন্ত্রণে দারিদ্রতা মুছে আনে রাজকীয়তা, বেশ ভালো বলেছেন দিদি……..পিঠেপুলি শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো আপনার জন্য
সুপায়ন বড়ুয়া
“শীতের তীব্রতাকে করেছে অবগাহন।
জোড়া শালিকের উদ্দাম প্রনয় নাচন,”
শীত আসে আড়ম্বরে
মাঘের শীতে কাঁপন ধরে
শালিক জোড়া নৃত্য করে।
কবি মন শেয়ার করে।
ভালো লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য। দাদা শুভ দুপুর
ছাইরাছ হেলাল
চাঁদের বুড়িকেও আপনি নিস্তার দিচ্ছেন না!
এই শীত-শেষে থাক না একটু আপন মনে।
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭😍😍😍 ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
দালান জাহান
খুব সুন্দর শীতকাব্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা