পৌষ সংক্রান্তি উৎসব- (শীত কাব্য)

সুপর্ণা ফাল্গুনী ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৭:৫০:১০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ঋতু পালাবদলের আসরে শীতের নিমন্ত্রণ,
কুয়াশার চাদরে শীত-নিদ্রায় মগ্ন উলঙ্গ প্রকৃতি।
সরিষা ফুলের মাদকতায় আচ্ছন্ন প্রাণেশ্বর-প্রাণেশ্বরী;
আলিঙ্গনে উষ্ণতার আবেশ ছড়ায়।
পঞ্চমী তিথিতে তারার ফুলে বাসর গড়ি-
চাঁদবুড়ি আদিমতার নেশায় মত্ত;
কুয়াশার আবডালে-আকাশের উলঙ্গ বক্ষে।
শিশির-স্নানে শুচি হয় ধরনীর দেহ-বল্লরী।
নগ্ন পায়ে রাশি রাশি বৃক্ষ, জন্ম জন্মান্তরে
শীতের তীব্রতাকে করেছে অবগাহন।
জোড়া শালিকের উদ্দাম প্রনয় নাচন,
শুভ-অশুভের অশনি সংকেত-
ভাগ্যদেবীকে কটাক্ষের তীর।
পলাশ শিমুলের রক্তিম আভায়;
প্রকৃতির সিঁথিতে সিঁদুরের আভাস,
হিম-বায়ুর পরশে অধরে কামনার বাঁধভাঙা কাঁপন ।
সজনে ডালে শ্বেত পাথরের মুকুট;
পৌষের নিমন্ত্রণে উত্তরীয় পবন-
দ্বারে দ্বারে শৈত্যপ্রবাহ করে আলোড়ন।
শীতপবনে জড়ো জড়ো তনু-মন,
উষ্ণতা খোঁজে দেহের পর্বত-উপত্যকায়‌।
পিঠা পুলির আমন্ত্রণে শীতের দারিদ্রতা-
রাজকীয়তায় রূপান্তর ঘটে।
সূর্যাদির রাশি পরিবর্তনের চক্র কাঁটায় পৌষের আগমন।
সূর্যদেবতার উত্তরায়ণ গমন-
পৌষের অন্তিম যাত্রায় উৎসবের আয়োজন।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ