
পৌষ,
ঠান্ডা কাটানোর ব্যর্থ প্রয়াসে
মা-গো আঁচল ভাঁজে থাকলা পরে
পথের ধারে, দুলো বালু আর দূরগন্ধ গায়ে মেখে!
মা-গো গাঁ হিম হয়ে আসে শীতল বাতাসে
মাগো এপাশ – ওপাশ ফিসফিস শব্দ গুণগুণ নানি
শরীর হিম হয়ে আসে তার নিথর আহবানে!
মা-গো পৌষ এসেছে নিরিন্দিয় জীর্ণবসনে
তোমার শরীরের রক্ত মাংসে
ক্ষণিকের মোহ ভেঙ্গে নিদ্রা জাগাতে!
মা-গো তোমার রক্তাম্বর হৃদয়ের অনুভূতি হয়েছে নিঃসাড়
মা-গো লেপ- খাঁথা- আর-শাল, তোমার স্বপ্নের চারদেয়ালে!
মাগো স্বপ্ন দেখিয়ে আশাবরী সে- আজও
আসেনি তোমার কপালে
অথচ চোখ তোমার বিভোর নিরাশ জাগ্রত স্বপ্নে,
মা-গো অব্যক্ত কথার ফুলঝুরিতে নির্বাক চেয়ে থাকলা
দুধের শিশু আঁচলে আগলে।
মা-গো পৌষ যে এসেছে তোমার দুয়ারে
উৎসব মুখর দুঃস্বপ্ন হয়ে!
সঞ্জয় মালাকার //
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে। বানান গুলো একটু ভালো ভাবে খেয়াল করে দিতেন তাহলে আরো ভালো হতো। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আমি সম্পাদনা করে নেবো,
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময়।
শুভ কামনা জানাবেন।
ইকবাল কবীর
ভালো লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সঞ্জয় কুমার
মা-গো পৌষ যে এসেছে তোমার দোয়ারে
উৎসব মুখর দুঃস্বপ্ন হয়ে!
আসলেই কারো পৌষ মাস উৎসবের, কারও জন্য দুঃস্বপ্নের৷
দাদা কবিতা সুন্দর হয়েছে৷
বানানের প্রতি একটু বাড়তি খেয়াল রাখলে আরও ভালো হতো৷
ভালো থাকবেন৷
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, মন্তব্যে একরাশ মুগ্ধতা,
ঠিকই বলেছেন দাদা কারো আনন্দ, কারও জন্য দুঃস্বপ্নের৷
বানান গুলো আমি সম্পাদনা করে নেবো।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
শুভেচ্ছা জানাবেন।
ছাইরাছ হেলাল
প্রকৃতি নিজ নিয়মে আসে যায়,
রেখে যায় আনন্দ/বেদনা।
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন দা, প্রকৃতি নিজ নিয়মে আসে যায়,
রেখে যায় আনন্দ/বেদনা।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
উৎসব কারোর জন্য আনন্দের, আবার কারোর জন্য নিরানন্দের হতাশার!
খুবই সুন্দর করে মাকে নিয়ে পৌষের গীত গেয়ে গেলেন দাদা।
আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, মন্তব্যে মুগ্ধতা।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ও
আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।
মনির হোসেন মমি
পৌষের আগমন কারো কারোর জন্য অভিশাপ।সুন্দর কবিতা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা , মন্তব্যে কৃতজ্ঞতা ও মুগ্ধতা, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
সুরাইয়া পারভীন
প্রকৃতির এই খেলা কারো কাছে রূপ
কারো কাছে বিরূপ। কেউ উপভোগ করে আর কেউ ঠান্ডায় দগ্ধে দগ্ধে বেঁচে থাকে।
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন দিদি, প্রকৃতির এই খেলা কারো কাছে রূপ আর কারো জন্য বিরূপ।
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দিদি মন্তব্যে একরাশ মুগ্ধতা। ভালো থাকুন সব সময়,।
শুভ কামনা জানাবেন দিদি।
সাবিনা ইয়াসমিন
শীতকাল কারো আনন্দের আর কারো জন্যে অভিশাপ এর ঋতু। তবে খুব কম মানুষের কাছেই শীত উপভোগ্য হয়।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
ঠিকই বলেছেন দিদি শীত কারো জন্যে অভিশাপ এর ঋতু।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹🌹 ভালো থাকুন সব সময়।
তৌহিদ
পৌষ উৎসবের জন্য দারুণ কবিতা এটি। ধন্যবাদ দাদা।
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
শুভ কামনা জানাবেন।
ইসিয়াক
খুব ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সব সময়।
শুভ কামনা জানাবেন দাদা।
কামাল উদ্দিন
এমন হিম পৌষ গৃহহারাদের জন্য সত্যিই দুঃস্বপ্নের, ওদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিৎ
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ আমাদের সবারি
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
ভালো থাকুন সব সময়,।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকুন, সব সময়।
জিসান শা ইকরাম
পৌষ আসে দরীদ্র মা এর দুয়ারে উৎসব মুখর দুঃস্বপ্ন হয়ে,
খুব ভাল লেগেছে দাদা।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা শ্রদ্ধে ভাইজান , অশেষ ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সব সময় শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
এখন পৌষ সর্বনেশে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময়।
শুভেচ্ছা জানাবেন দিদি।
এস.জেড বাবু
মাগো স্বপ্ন দেখিয়ে আশাবরী সে- আজও
আসেনি তোমার কপালে
অথচ চোখ তোমার বিভোর নিরাশ জাগ্রত স্বপ্নে,
বাহ্
বিশুদ্ধ বাংলা
চমৎকার হয়েছে ভাইজান
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা,
আপনার জন্য শুভ কামনা ভালো থাকুন সব সময়।