
নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে
আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি,
ছড়ায়ে স্নিগ্ধ আলো মেতে উঠে রোখে
এঁকে দিতে প্রকৃতির মনোহরা ছবি।
সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা
শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,
সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা
পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।
কত যে বদন জাগে সুহাসিনী রূপে
ওমের পরশে ভুলে হিমানীর চুম,
কেউ করে শুকরিয়া নিরালায় চুপে
কেউ হয়ে মাতোয়ারা খোশে করে ধুম।
চলন যদি না হয় হৃদয়ের ধন,
অধীর আশা কি কভু করে সেথা রণ??
১৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অসাধারণ কবি
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল কবি দা।
ভালো থাকুন সবসময়।
পপি তালুকদার
” নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে
আড়মোড়া ভেঙ্গে জেগে পৌষের রবি” অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ। শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় প্রীত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
খুব ভালো থাকার শুভ কামনা জানবেন অবিরাম।
ফয়জুল মহী
সত্যিই অনবদ্য সৃজনী
মনোমুগ্ধকর উপস্থাপন
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব প্রকাশ — নিঝুম যামিনী শেষে আধো খোলা চোখে
আড়মোড়া ভেঙে জেগে পৌষের রবি,
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই ।
আরজু মুক্তা
শীতকালে রোদের মর্ম বোঝা যায়।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল সীমাহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
স্নিগ্ধ আলোর প্রত্যাশা আমাদের বসবার, এই শীতে অবশ্যই।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় মুগ্ধ হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
রোদের উত্তাপ ছড়িয়ে যাক পৌষের সকালে। যদিও পৌষ, মাঘ বিদায় নিয়ে বসন্তকে আমন্ত্রণ জানিয়েছে। আসছে বসন্তরাজ। চমৎকার শব্দবুননে মুগ্ধ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
মন্তব্যে তুষ্ট হলাম।
হার্দিক শুভ কামনায় ধন্যবাদ অপরিসীম প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
তৌহিদ
সবুজ শস্য ক্ষেত দেখে সেই ছটা
শিশিরের দাঁতে হাসে কুহেলীর আড়ে,
সোনা ঝরা চুম্বনে ডেকে করে ঘটা
পাখালিরা গলা ছেড়ে গেয়ে উঠে ঝাড়ে।….
চমৎকার লিখেছেন ভাই। এ যেন গ্রামবাংলার প্রকৃত রুপ ফুটিয়ে তুলেছেন লেখায়। শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
রবি কিরণের প্রত্যাশা আমাদের সবার মাঝেই আছে,
কত জনে আর আপনার মত এত সুন্দর করে তা উপস্থাপনা করতে পারে?
ভালো লেগেছে।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্য পেয়ে ভীষণ তুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।