পোড়া গন্ধ

ওয়ালিনা চৌধুরী অভি ১৭ নভেম্বর ২০১৩, রবিবার, ০২:৩৯:১৫অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

নাকে পোড়া গন্ধ লাগে,
ভাবলাম বোধহয় পাশের বাড়ির ভাড়ার ঘরে আগুন ।
গোপাল ভাড়ের মতো হাতের তালুতে লবন নিয়ে ছুটলাম,
খাবো গোটা কয়েক সিদ্ধ আলু ।

কিন্তু নাহ, আগুন তো নেই...
তবুও ধোঁয়াবিহীন পোড়া গন্ধ !
ও আচ্ছা পুড়ছে বুঝি হৃদয় ?

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ