পোড়া গন্ধ

সঞ্জয় মালাকার ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৩:৪৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

পোড়া গন্ধ,,

চার পাশে কিসের এত পোড়া গন্ধ
এত কান্নাকাটি'ই বা কীসের,
দূর থেকে কীসের এত আওয়াজ আসছে
কিছুই বোঝতে পারছিনা,
আবার যেনো কোন মায়ের বুক খালি হচ্ছে।

রাত অনেক কান্নার শব্দ শুনা যাচ্ছে
কলেজ ক্যানভাস্ রক্তে ভাসছে,
আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে,
চারিদিকে অন্ধকার মা-টা বোধ হয় না খেয়েই আছে,।

চারপাশে কীসের এত গন্ধ - এত কান্নাকাটি'ই বা কীসের,
লাশের গন্ধ পেয়ে শকুন উড়ছে
যমরাজ বোধহয় আঙুলে দিন গুনছে,
আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে।

মানুষ মনুষ্যত্ব বোধ অন্ধকার ডুবছে
মানুষ মানুষের রক্ত পিপাসি হয়ে উঠছে,
শ্মশান কবরে চিরনিদ্রায় মায়ের স্বপ্ন গুলো ডুবছে,।

চারপাশে কীসের এত গন্ধ, এত কান্নাকাটি'ই বা কীসের,
সন্ত্রাস দমনে বেশ কিছু সমাবেশ, আইন অনিয়মে মন্ত্রীর আদেশ,
আলামত না পাওয়া, আত্নহত্যা চালিয়ে দিলো দেশ,
কেউ পায়নি ক্ষমা, সাদা কাপড়ে কবরে শ্মশানে হয় বিছানা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ