কত কষ্ট করে,ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে একটি লেখা লিখলাম।অতিবাহিত হয়েছে দুই বিনিদ্র রজনী।চোখ কয়েছে কাকের মত।গালে উঠেছে খোঁচা খোঁচা দাড়ি। লেখা শেষ হলো আজ দুপুরে।এখন পোষ্ট করবো,সমস্ত প্রস্তুতি সম্পন্ন।ফাকি মাঠে গোল দেয়ার গূপন ইচ্ছে আছে আমার।পোষ্ট দিয়ে ফাটিয়ে দেব,আমার পোষ্টে মন্তব্য দিতে দিতে হাত ব্যাথা হয়ে যাবে সবার। কত শান্তি মনে ......

কিন্তু একি?প্রথম পাতায় আজ সমস্ত হেভী ওয়েট ব্লগারগনের পোষ্ট 🙁 এনারা সবাই একসাথে পোষ্ট করলে আমার মত লাইট ওয়েট ব্লগারের কি অবস্থা হপে?আমাদের কথা কি একটুও ভাবেন না তারা?তারা এত নিষ্ঠুর কেন হলেন?
মনে হেভী জোড় এনে কতক্ষন ধাক্কা ধাক্কি করলাম।উহু নট নরন চরন।মনে মনেই তো এদের নড়ানো যায় না,বাস্তবে কিভাবে নড়াবো।হেভি ওয়েটদের চাপে তো নাই হয়ে যাবার অবস্থা হবে।

নীচ থেকে দেখি এই সব হেভি ওয়েট ব্লগারের পোষ্টঃ
শুন্য শুন্যালয়
স্মৃতির নদীগুলো এলোমেলো...
ছাইরাছ হেলাল
প্রহেলিকা
মনির হোসেন মমি
জিসান শা ইকরাম
মারজানা ফেরদৌস রুবা
খসড়া (আমার পোষ্টের পরে দিয়েছেন)


অতঃপর জান বাঁচান ফরজ মনে করে,পোষ্ট না দিয়েই কান্না কাটি করে প্রস্থান করলাম। পোষ্ট আর দিলাম না, বাঁচলাম।আমার মত মানি লোকের মান আল্লাহ রাখেন।ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।বুদ্ধিমান হোন,ঠিক কাজটি করুন।
আমি মানি লোক,ভাবুক এবং বুদ্ধিমান.........তাই ব্যাক টু দ্যা প্যাভেলিয়ন 🙂

 

0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ