রাত্তিরের মন ভাল নেই।
অসহ্য কাতরতায় শুন্যতা
ধুকপুক করে ক্লান্ত খাঁচায়।
নিরব বেহালায় বেজে চলে
অনন্তে বিলীন হবার সুখ।
হাতের মুঠোয় ধাতব খুনি
উচ্চারন করে অমরত্বের বীজমন্ত্র।
শুন্যতাই পূর্ণতার সমার্থক হতে থাকে।
Thumbnails managed by ThumbPress
১০টি মন্তব্য
ছন্নছাড়া
(y) ……………… 🙂
শুন্যতাই পূর্ণতার সমার্থক হতে থাকে অসাধারণ বলেছেন
বোকা মানুষ
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ছোট কিন্তু অনেক ভালোলাগার একটি কবিতা —
বোকা মানুষ
ধন্যবাদ জিসান ভাই
খসড়া
অনেক ভাল লাগলো।
বোকা মানুষ
🙂
হলুদ পরী সাদা নাকফুল
কি বললেন ;? কিচ্ছু মাথায় ঢুকছে না।
বোকা মানুষ
বিভ্রান্তি বোঝা দুষ্করই বটে। 🙁
লীলাবতী
খুব ভালো লেগেছে ।
বোকা মানুষ
ধন্যবাদ লীলাবতী 🙂