আসবে বলে আস নি
আরব্যরজনীর রোমাণ্টিক ঝর্না শুকালো গুজরাটের কালো মাটিতে
বাসবে বলে বাসনি
পপ গানের ধামাকা ভাঙড়া নাচে মিশল।
মাতৃদুগ্ধের গন্ধ এখনও কি চাউমিন চাইনিজে খুঁজে পাও?
মায়ের কোলে মাথা দিয়ে না ঘুমোলে প্রেমিকার শরীরও বিষ লাগে?
প্রাইমারী হাইস্কুল পেরোনোর পর কলেজেও কি মনে পড়ে রোদ্দুরে বৃষ্টিতে হাত হাত রেখে বর বৌ,
চোর পুলিশ খেলার পুরোনো সাথির কথা?
ভালো লাগাটা সরকারী জল পরিষেবায় ঘন্টার পর ঘন্টা বদলায়
সে বসেছিল নির্জনে
বেদনায় শুষ্ক মুখ ,বধির কান, ধ্বংসের বোমার আওয়াজ শুনতে পেল না!
প্যারিসের জঙ্গিহানায় রক্ত মাংস ছিটকে পড়ল গালে!
ভারত পাকিস্তানের কাঁটাতার পেরিয়ে মুক্তির আকাশে উড়তে চাইল!
তুমি তাঁকে আছড়ে মাটিতে ফেললে পাগল বানিয়ে চোখ উপড়িয়ে ,
রক্ত শুষে, নিয়ে ভুল জীবাণুযুক্ত রক্ত শরীরে প্রবেশ করিয়ে ,ব্লাড ক্যান্সারে আধা মরা করলে? ?
এক সঠিক স্ত্রৈণ ভদ্রলোক স্বভাবে সকালের সংবাদপত্র হাতে,
চশমা নাড়ানো সেই পুরুষ।
শালীনতা
ঘড়ির দিকে তাকিয়ে আছি।
বনমালী সাজে গাছের ডালপালা আঁকড়ে ধরলে
অসভ্যতার ইঙ্গিতে সভ্যতার দোহাই দিয়ে নগরকেন্দ্রিক সভ্যতা নিদর্শন
ক্ষুধার্ত নেকড়ে
সৌন্দর্য গ্রাস করতে করতে দুর্বল হয়ে অশালীন স্তম্ভই খুঁজে পায় ভালোবাসার পিরামিডে!
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রশ্নে জর্জ জড়িত করা লেখা আপনার, যেমনটি আপনি লেখেন।
দৃষ্টি ভঙ্গি কবে পাল্টাবে আমাদের?
ভালো লিখেছেন।
শুভ কামনা।
অরুণিমা
ধন্যবাদ দাদা
তানজির খান
অসাধারণ একটি লেখা।
মাতৃদুগ্ধের গন্ধ এখনও কি চাউমিন চাইনিজে খুঁজে পাও?
মায়ের কোলে মাথা দিয়ে না ঘুমোলে প্রেমিকার শরীরও বিষ লাগে?
প্রশ্নে স্থির হয়ে আছে দৃষ্টি।
অরুণিমা
ধন্যবাদ দাদা
ব্লগার সজীব
দিদি,আর কত পিটাবেন পুরুষদের? পুরুষদের কি কোন গুনই নেই?সব পুরুষই কি এমন?একটি লেখা দিন না পুরুষদের গুন নিয়ে।
এত কিউট একটা মেয়ের ফটো দিলেন যে তাকিয়েই আছি শুধু :p
ভোরের শিশির
😀
অরুণিমা
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
অরুণিমাদি এ কি লিখলেন!
“অসভ্যতার ইঙ্গিতে সভ্যতার দোহাই দিয়ে নগরকেন্দ্রিক সভ্যতা নিদর্শন
ক্ষুধার্ত নেকড়ে
সৌন্দর্য গ্রাস করতে করতে দুর্বল হয়ে অশালীন স্তম্ভই খুঁজে পায় ভালোবাসার পিরামিডে!”
এমন রূপকধর্মী লেখা বড়ো কঠিন। কিন্তু এতো সুন্দর করে লিখেছেন যে চোখের সামনে ভাসছে ফেসবুকের সেই ছবিটা। কতোগুলো ছেলে আর এক নারী দেহের স্ট্যাচু।
অনেক অনেক বছর আগে আমার মিতা মাসী বলেছিলো, “নেলী বাবা ছাড়া আর কোনো পুরুষকে কোনোদিন বিশ্বাস করিস না।” কথাটা আপনার এ দুটো লাইনে এসে থমকে গেলো।
“মাতৃদুগ্ধের গন্ধ এখনও কি চাউমিন চাইনিজে খুঁজে পাও?
মায়ের কোলে মাথা দিয়ে না ঘুমোলে প্রেমিকার শরীরও বিষ লাগে?”
দিদি কি আর বলবো! তবে গর্বিত আমি নারী হিসেবে, আমি একজন মা। লিখুন দিদি। আরোও লিখুন। তবু যদি পুরুষের চিন্তা-ভাবনার বদল আসে। -{@
অরুণিমা
ধন্যবাদ নীলদি
নূরু
চমৎকার কথামালায় সুন্দর কাব্য!!
খুবই ভালো লাগলো। বিজয় দিবসের
শুভেচ্ছা জানবেন। -{@
অরুণিমা
ধন্যবাদ
সাঞ্জনা চৌধুরী জুঁথী
“মাতৃদুগ্ধের গন্ধ এখনও কি চাউমিন চাইনিজে খুঁজে পাও?
মায়ের কোলে মাথা দিয়ে না ঘুমোলে প্রেমিকার শরীরও বিষ লাগে? আর একবার অদৃশ্য চপেটাঘাত… :c
অরুণিমা
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
ভালো লাগাটা সরকারী জল পরিষেবায় ঘন্টার পর ঘন্টা বদলায়। আপনার লেখায় প্রশ্ন আর বিষ্ময়, আমার মন্তব্যেও তাই-ই থাকবে। কি করে এমন লিখেন আপু? এ যেন শুধু অরুনিমা আপুরই লেখা। -{@
অরুণিমা
ধন্যবাদ
ভোরের শিশির
দিদি, আপনি বরাবরের মতোই লিখেন। খুব ভাল লাগে।
কিন্তু সজু বাইয়ার মতো আমিও একই রকম প্রশ্ন করছি- জগতে সব পুরুষই কি নেকড়ে! নিশ্চয়ই আপনি তা বলেন নি, তাই দেখতে চাই একজন পুরুষকে আপনি কিভাবে দেখতে চান।
শুভেচ্ছা। -{@
অরুণিমা
ধন্যবাদ্ দাদা
ভোরের শিশির
-{@