পুরাতন কাপড়

শামীনুল হক হীরা ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার, ০৯:৩০:২৪অপরাহ্ন কবিতা মন্তব্য নাই

কাঁপুনীতে থরথর,বুক করে ধরফর,
পানি দেখে মন বলে আপাতত সর সর।
সাতদিনে একদিন গোসল করে,
পুকুরেতে যাইনা অদৃশ্য এক ডরে।
আলস্য কাকে বলে বুঝা যায় তখন,
পৌষ আর মাঘ মাসের শীত আসে যখন।
ভয় দেখানোর অস্ত্র তখন একমাত্র পানি,
পানি দেখালেই মায়ের সবকথাই মানি।
ছোটবেলায় এমন করেই কেটেছে দিন,
রাস্তায় দেখি আজ অনেকেই কাপড় বিহীন।
আমরা যারা সুখে আছি একটু তাদের থেকে,
পুরান কাপড়েতে দেব তাদের শরীর ঢেকে।
আমরাও হাসব,তারাও হাসবে—–
পুরাতন কপড় পেয়ে,
মনটা তখন নেচে উঠবে———-
তাদের হাসির পানে চেয়ে।

৩২৮জন ৭০জন
0 Shares

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ