পুঞ্জ-মেঘের আড়ালে

ছাইরাছ হেলাল ১০ জুলাই ২০১৯, বুধবার, ০১:১৫:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

বৃষ্টি এবার কালো-আলতায় ঠোঁট এঁকে
ধূন ধরে বসে আছে, সেই ভোর থেকে এই অব্দি!
আনন্দ-বেদনার মোহন চৌহদ্দিতে অখণ্ড-অস্পষ্টতায়
অ-নগ্ন বিবসনা যোগিনীর মত;
বিজুলির ধ্মক-চমক থোরাই কেয়ার করে সে,
কিছুতেই সে আজ নাববে না, বিজলিদের শাপ-শাপান্ত
কিছুতেই সে মানবে না।

চোখ উল্টে ভয় দেখায় বিজলিদের, ভ্রু-নাচিয়ে,
চেতিয়ে-ও না কিন্তু, ওয়াশিংটন ডিসির মত
চুবিয়ে-ডুবিয়ে দেব, বেঁকে-চুরে জ্বলে ওঠা প্রেমের
লেলিহান অনলে, পুঞ্জ-মেঘের স্তব্ধতায়।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ