পিশাচ

সাবিনা ইয়াসমিন ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৩:১০:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

হাত বদলের তাড়নায় গর্জে উঠে অন্ধ-আলোর নরপিশাচ,

পিশাচ?
পিশাচ,

স্বেচ্ছাচারী ছদ্মবেশ
দায়হীন মিথ্যাচার
নীতিহীন রীতি
পৈশাচিক আবরণের হাত বাড়ায় সুপ্ত নরক হতে।

ওরা নিতে জানে,
কিছু করুণা, কিছু দয়া চাইতে জানে নিপুণ কৌশলে;

বাড়িয়ে রাখা হাতের দশ আঙ্গুলে লুকিয়ে থাকে বিষদন্ত..
ওদের চাওয়া ফুরোয়না,
ওদের ক্ষত-বিক্ষত তালুতে বিষাক্ত হয় বিশুদ্ধ প্রতিদান।

কতটা ঘৃণা জমে উঠলে সব নিঃশেষ হয়ে যায়?
কতটা ঘৃণ্য হলে চুকে যায় সমস্ত দায়-ঋণ?
যেভাবে মৃত্যু ভয়ে ভ্রষ্টেরা ভুলে যায় আজন্ম সৃষ্ট- স্মৃতি,
তেমন-ই নষ্টদের দানবমুঠোতে বন্দী সময়!

গন্তব্য?
ধ্বংস/

ধ্বংস-ধ্বনি বেজে ওঠে গাঢ় অন্ধকার চিড়ে,
শুধু জানি ঐ সময় পর্যন্ত বাঁচতে হবে..
জেগে থাকতে হবে।

 

ছবি-নেট থেকে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ