পিতার শুভ জন্মদিন !

সুপায়ন বড়ুয়া ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:৪৩:১৭পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

রাতের আঁধার কেটে সূর্য উঠার আগে
ভোরের পাখিরা তখনো উঠেনি জেগে
কোকিলের সুমধুর সুরে ঘুম ভেঙে যায়
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
পোষ মানা শালিক গান গেয়ে যায়
আলো ঝলমলে তারায় সুরের মায়ায়
সোনালী আলোয় মোড়ানো একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!

পাড়ার কৃষক নাঙল দিয়ে যায় মাঠে
একটি বাড়ি একটি খামারে নতুন সূর্য উঠে।
শ্রম দিয়ে যায় জেগে উঠা তটে
ফসল ফলাবে তিনি জমিদার বটে।
সোনার ফসলে উঠে মাট ভরে
গর্বিত বুকে আনন্দ অশ্রু ঝরে।
বাড়ির আঙিনায় শোভিত রক্ত গোলাপ
মাথা নেড়ে তাই বলে উঠে আজ
সৌরভ মাখানো আলোকিত একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!

বিধবা বোনটি তাঁত বুনে যায়
শাড়ি নিয়ে যায় হাটে।
স্নেহের শিশুটি পাঠশালায় যায়
নতুন বইয়ের গন্ধ শুকে।
দিবা স্বপ্নে দিন কেটে যায়
নতুন তাঁতের আশায়
পৌষ পাবনে কিনবে এবার
শিক্ষা বৃত্তির টাকায়।

নতুন দিনের স্বপ্ন দেখে
নতুন আলোর দিন।
স্বাধীন দেশের মহান পিতার
শুভ জন্ম দিন !!

(ছবি বইমেলা ২০২০)

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ