
চলে যাওয়ার পর,
যদি পিছু ফিরে দেখো দেখবে,
সময়ের পথে প্রতি পদ-চিহ্ন রাখা ছবিতে,
পায়ের ছাঁপ আঁকা আছে জোড়ায়-জুড়ে।
যদি পিছু ফিরে দেখো দেখবে,এক ক্ষীণ ধারা!
এখানে এক নদী ছিলো,
শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়,
স্বচ্ছ সে নদী আরও স্বচ্ছ হওয়ার প্রবল বাসনায় শুকিয়ে মরেছে ঢেউ শূন্যতা নিয়ে।
পিছুটানের অন্ধকারে যদি ফিরে তাকাও,
তবে নির্বাসিত ছাঁয়া দেখে চমকে যেওনা,
আলো-ছায়ার হিসেব-অংকে
থমকে যেতে হয় ছাঁয়াটাকেই,
পরাজিত ছাঁয়া উজ্বল আলোয় বেমামান, বেসামাল।
যদি রাত্রি-কান্নায় ঘুম ভেঙে যায়
ভুলে থেকো,স্বপ্ন ভেবে ডাক দিওনা,
স্বপ্ন-চাঁদ যতই আলো ছড়াক,
বাস্তব চাঁদ থেকে যায় নির্দিষ্ট দূরত্বে,
জোছনায় মুগ্ধ মোহ-মায়ার আকাশ ঘিরে
জেগে রয় স্বপ্ন-জ্বোনাক,
প্রয়োজনে চাইতেই পারে সোনালী রোদ্দুর।
এগিয়ে চলার পথে পিছু ফিরতে নেই,
যদি ফিরে তাকাও দেখবে,
সেখানে অপেক্ষার ধুলো-ঝড়,
গোধুলিতে ম্লান হয়ে থাকা সময়ের ঘড়িতে
অসময়ের এলার্ম বেজে চলেছে..
সময় তার সঙ্গী হয়নি…
★ অ-কবিতা
* ছবি- নেট থেকে।
৩৬টি মন্তব্য
কামাল উদ্দিন
কবিতা পড়ে মনটা কোথায় যেন হারিয়ে যেতে চাইছে। পেছনের জীবনে কতো কি ফেলে এসেছি তার ইয়াত্তা কি আছে? ফিরে তাকালে হয়তো দেখা যাবে ক্ষীণ ধারা এখনো আকড়ে ধরতে চাইছে, কিংবা নিজের মনই আকুলি বিকুলি করছে ওকে ছুয়ে দিতে। কিন্তু এসব ভাবনা প্রকাশ্যে আনাটা বেশ জটিল, তাই হয়তো মনের ভেতরেই আবার তাদের কবর রচিত হয়…….সকাল বেলা অ-মন্তব্য করে গেলাম।
সাবিনা ইয়াসমিন
আমাদের জীবনের নিয়মটাই এমন, শুধু সামনে চলা। পিছু ফিরে দেখা যায়, কিন্তু পিছনে ফেরার উপায় নেই। যা কিছু গত হয়েছে সেগুলোকে স্মৃতির বাক্সে জমা করে পথ চলতে হয়। অবসরে সেই বাক্সটা নাড়াচাড়া করলে হয়তো কিছু রত্ন-সময় বেরিয়ে আসে, হাতে আসে না, আঁকড়ে ধরা যায়না। রেখে দিতে হয় পরম যতনে।
ভালো লাগলো আপনার মন্তব্য। খুব ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময়
সুপর্ণা ফাল্গুনী
একসময়ের উত্তাল যৌবন নিস্তেজ হয়ে যায় কারো অবহেলায়, প্রবল আকাঙ্ক্ষার ধারা ক্ষীণ হয়ে যায়। সুন্দর অ-কবিতা পড়লাম। ধন্যবাদ আপু। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
সময়ের সাথে সাথে সবই বদলে যায়। এক সময়ের অবহেলাতে বাসস্থান গড়ে উদাসীনতা। আকাঙ্ক্ষার আকাশ ছেয়ে যায় বিষন্নতায়। এইতো জীবন, কখনো হাসিতে রঙধনু কখনো কান্নার চোরাবালিতে খাবি খাওয়া।
আপনাকেও অনেক ধন্যবাদ।
সারাক্ষণ ভালো থাকুন,
শুভ কামনা ❤❤
সুপায়ন বড়ুয়া
“যদি পিছু ফিরে দেখো দেখবে,এক ক্ষীণ ধারা!
এখানে এক নদী ছিলো,
শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়,”
ওয়াও !
দাগ কেটে যায় হৃদয়ের
এক চিলতে কোণায়
আঁকা হয়ে যায় অতীত
মধুর স্মৃতির পাতায়।
এক কথায় অসাধারন
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
স্মৃতি এক অলৌকিক ধাঁধা! আজকের উৎকন্ঠার বর্তমান, আগামী দিনের অতীত। স্মৃতি-ই একমাত্র আত্মজীবনী যাতে কোনো মিথ্যার স্থান হয় না। তাই-তো স্মৃতিরা মধুর হয়। সুখের অসুখের মতো, ছাড়তে চাইলেও ছাড়ে না।
চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ দাদা,
ভালো থাকুন,
শুভ কামনা নিরন্তর 🌹🌹
ত্রিস্তান
থাক…
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, থাকুক 🙂
হালিম নজরুল
পিছুটানের অন্ধকারে যদি ফিরে তাকাও,
তবে নির্বাসিত ছাঁয়া দেখে চমকে যেওনা,
আলো-ছায়ার হিসেব-অংকে
থমকে যেতে হয় ছাঁয়াটাকেই,
পরাজিত ছাঁয়া উজ্বল আলোয় বেমামান, বেসামাল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ হালিম ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
মহানন্দ
অনেক সুন্দর লিখেছেন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
পিছুটানে অনেক কিছুই দেখতে পাওয়া যায়
বলতে চাইলেও বলতে পারা যায় না। সময়ের ঘরে বসে থাকতে হয় নিজের মতো। সুন্দর ভাবনা কল্প।
কিন্তু কবিতাকে অ-কবিতা বলার বিরোধিতা করছি।
সাবিনা ইয়াসমিন
ঠিকঠাক কবিতা যেদিন লিখতে পারবো সেদিন এসব লেখাকে কবিতাই বলবো। এর আগ পর্যন্ত অ-কবিতা গুলো হজম করো প্লিজ 🙂
শুভ কামনা রইলো,
ভালো থেকো সব সময় 🌹🌹
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
নিয়মিত পড়ার জন্যে, এবং প্রতি লেখায় এমন কমেন্টের জন্য ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
খুব জটিল ভাবে তুলে ধরেছেন,
পিছু ফিরে দেখো দেখবে,এক ক্ষীণ ধারা!
এখানে এক নদী ছিলো,
শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়,
স্বচ্ছ সে নদী আরও স্বচ্ছ হওয়ার প্রবল বাসনায় শুকিয়ে মরেছে ঢেউ শূন্যতা নিয়ে।
সময় নিয়ে চেতন মনে পড়া দরকার। অফিস অস্থির হয়ে পড়লাম। অভাবি সময়ে সময় করে পড়ব। ভাল লাগা রেখে দিলাম।
সাবিনা ইয়াসমিন
এই সাধারণ লেখাটি অসাধারণ বানিয়ে ফেলেছেন!
মোঃ মজিবর রহমান
না, তা না ভাললাগা ও শব্দ মেলায় কথা বলে। ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
একটু সময় দিন, জ্বি!
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
মনির হোসেন মমি
এগিয়ে চলার পথে পিছু ফিরতে নেই,
যদি ফিরে তাকাও দেখবে,
সেখানে অপেক্ষার ধুলো-ঝড়,
গোধুলিতে ম্লান হয়ে থাকা সময়ের ঘড়িতে
অসময়ের এলার্ম বেজে চলেছে..
সময় তার সঙ্গী হয়নি…
তার মানে হলো দৌড় যখন দিবেন আর থামবেনা তাইনা আফা।খুব সুন্দুর হইছে অকবিতা।
সাবিনা ইয়াসমিন
রাইট। দৌড়ের সময় পিছনে তাকাতে নেই, তাহলে হেরে যাবার চাঞ্চ থাকে। জীবন আমাদের বারবার সুযোগ দেয় না। সামনে যাই থাকুক, এগিয়ে চলার নামই জীবন।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
সামনে এগিয়ে যাও দুর্বার অক্লান্ত ক্লান্তহীন অবিরাম
থাকবেনা পিছু, রইবেনা অতীত শুধুই ঘড়্গ চলিলাম।
থাকবে, রইবে পিছনে সব অমংগল অন্যায়
সামনে শুধুই তৃপ্তির আত্বজ সৃস্টির নিত্যনতুন আশায়।
সাবিনা ইয়াসমিন
সকল অমঙ্গল অন্যায় মেনে নিয়ে,
মায়ার মোহনজালে নিজেকে জড়িয়ে/ পেঁচিয়ে,
অক্লান্ত অবিরাম ছুটে চলা,
নিত্য যা কিছু আসুক হাতে
ঘষে-মেজে স্মৃতির বাক্স নিয়ে এগিয়ে যাওয়ায়
পিছুটান রয়েই যায়।
আশা-নিরাশার দোলাচালে থমকে দাঁড়ায় ললাট রেখা,..
চমৎকার লিখেছেন মজিবর ভাই। কেন যে আলাদা জবাব পোস্ট দেন না!!
মোঃ মজিবর রহমান
ঐ যে পারিনা।
যা আসার আসুক সামনে এগিয়ে যায়
দূর অনেকদুর কস্যটবিধুর পথ না থেমে থাক
অক্লান্ত অলসহীন সুর্গমগিরি পথ পাড়ি দিয় সফলতায়,
হাসুক হৃদয় জুড়ানো অন্তরভরা হাসি সফলতায়,
অসুন্দর অমসৃণ হোক সুন্দর ভরসায়।
নাসির সারওয়ার
না না না। পিছু তাকাতে নাই নাই নাই (যাত্রার সংলাপ মেরে দিলাম)।
শুধু শুধু কস্ট দাওয়াত দিতে নাই।
কি হবে যুবা কালের কথা ভেবে
ফিরেতো পাবোনা তাকে।
সাবিনা ইয়াসমিন
সেটাই, কষ্টকে দাওয়াত দেয়ার কোন মানে নেই। ব্যথা-বিলাস দূরে থাকুক, আমরা আগামীকে নিমন্ত্রণ করার প্রতি মনযোগী হই।
আপনার কমেন্ট পেয়ে খুশি হয়েছি নাসির ভাই। একখানা পোস্ট দিয়ে আমাদের ধন্য করুন।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
ছাইরাছ হেলাল
পায়ের জল-ছাপ আঁকা থাকে জোড়ায়-জুড়ে
মুছে যাবে সামান্য এলো-বাতাসে,
খর রৌদ্রের আগুনে ছাপ রেখে যাবে
অঙ্গে অঙ্গে, অলিন্দ-নিলয়ে!
সাবিনা ইয়াসমিন
মাপা ছাপে শূন্যস্থান পূরণ হয় না
খর-জলে মুছে যায় সময়ের ক্যালেন্ডার,
পাতা ঝরার দিনে ঝরে পড়ে ফুল-পাতা
খসে যায় দিন-প্রহর
নিয়মের বলয়ে, নিয়ম-বৃত্ত মেনে।
পিছুটান পড়ে থাকে নির্জন অলিন্দে..
আগত সময়ের পথিক থামে না
এগিয়ে চলে,
অথবা থেমে যায় নির্জলা তটে..
ধন্যবাদ মহারাজ। কিছু লেখার সুযোগ করে দেয়ার জন্য। ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
সাখিয়ারা আক্তার তন্নী
শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়,
স্বচ্ছ সে নদী আরও স্বচ্ছ হওয়ার প্রবল বাসনায় শুকিয়ে মরেছে ঢেউ শূন্যতা নিয়ে।
খুবি ভালো লাগলো বিশেষ করে এই জায়গাটি,
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
চাঁদ ধরা যায় না, কষ্ট বাড়ায়, বাড়ায় কষ্ট পিছুটানও। ঢেউবিহীন বালুতটে চিহ্নেরা ধূলিঝড়ে বিধ্বস্ত। পিছু ফিরো না! হাহাকার বাড়বে।
সাবিনা ইয়াসমিন
পিছুটান ছাড়ে না, তাকে ছেড়ে দিতে হয়। বিক্ষুব্ধ ঝড়ে, বিধ্বস্ত স্মৃতিরা পড়ে থাকুক অন্ধকারে।
অনেক ভালোবাসা ❤❤
সুরাইয়া পারভীন
যদি রাত্রি-কান্নায় ঘুম ভেঙে যায়
ভুলে থেকো,স্বপ্ন ভেবে ডাক দিওনা,
স্বপ্ন-চাঁদ যতই আলো ছড়াক,
বাস্তব চাঁদ থেকে যায় নির্দিষ্ট দূরত্বে,
জোছনায় মুগ্ধ মোহ-মায়ার আকাশ ঘিরে
জেগে রয় স্বপ্ন-জ্বোনাক,
প্রয়োজনে চাইতেই পারে সোনালী রোদ্দুর
আমি স্তব্ধ বাকহীন
কী কমেন্ট করলে যথার্থ হবে
তাই শুধু ভাবছি রাতদিন
কেমন করে এভাবে লিখতে পারেন আপনি? আমি যে কবে লিখতে পারবো কে জানে…