পিছুটান

সাবিনা ইয়াসমিন ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৩:১৫:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

চলে যাওয়ার পর,
যদি পিছু ফিরে দেখো দেখবে,
সময়ের পথে প্রতি পদ-চিহ্ন রাখা ছবিতে,
পায়ের ছাঁপ আঁকা আছে জোড়ায়-জুড়ে।

যদি পিছু ফিরে দেখো দেখবে,এক ক্ষীণ ধারা!
এখানে এক নদী ছিলো,
শান্ত নদীতেও আলোড়ন হতো দূর্বার কামনায়,
স্বচ্ছ সে নদী আরও স্বচ্ছ হওয়ার প্রবল বাসনায় শুকিয়ে মরেছে ঢেউ শূন্যতা নিয়ে।

পিছুটানের অন্ধকারে যদি ফিরে তাকাও,
তবে নির্বাসিত ছাঁয়া দেখে চমকে যেওনা,
আলো-ছায়ার হিসেব-অংকে
থমকে যেতে হয় ছাঁয়াটাকেই,
পরাজিত ছাঁয়া উজ্বল আলোয় বেমামান, বেসামাল।

যদি রাত্রি-কান্নায় ঘুম ভেঙে যায়
ভুলে থেকো,স্বপ্ন ভেবে ডাক দিওনা,
স্বপ্ন-চাঁদ যতই আলো ছড়াক,
বাস্তব চাঁদ থেকে যায় নির্দিষ্ট দূরত্বে,
জোছনায় মুগ্ধ মোহ-মায়ার আকাশ ঘিরে
জেগে রয় স্বপ্ন-জ্বোনাক,
প্রয়োজনে চাইতেই পারে সোনালী রোদ্দুর।

এগিয়ে চলার পথে পিছু ফিরতে নেই,
যদি ফিরে তাকাও দেখবে,
সেখানে অপেক্ষার ধুলো-ঝড়,
গোধুলিতে ম্লান হয়ে থাকা সময়ের ঘড়িতে
অসময়ের এলার্ম বেজে চলেছে..
সময় তার সঙ্গী হয়নি...

 

★ অ-কবিতা
* ছবি- নেট থেকে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ