পাহাড়ি অন্তর

ছাইরাছ হেলাল ৮ মার্চ ২০২২, মঙ্গলবার, ১১:৪৩:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

আঙুলের ফাঁক গলে
ছিনিমিনি জীবনের তাড়িয়ে দেয়া সময়ের সার সংক্ষেপগুলো
পায়ের ছায়া-ছাপ খোঁজে, শুকনো পাতা মাড়ানোর শব্দ এড়িয়ে,
ধরা-ছোঁয়ার কাছ-দূরত্বে দাঁড়িয়ে উঁকিঝুঁকি দেয়;

নিয়মে গড়া নিয়ম মেনে/ভেঙ্গে নিজেকে নিজের
নৃতত্ত্বের কথা বলতে চায়, টুঁটি-চাপা খুশি খুশি ভাব বিহ্বলে,

এমন আলোকিত/আলোচিত বক্তৃতা মঞ্চ মন্দ নয় মোটেই;

এলাম (ঝেরে-কেশে) ব্যাকুল-ব্যস্ত অন্তরের পাহাড়ি মেয়ের মত
কথার ঝাঁপি খুলে/খুঁজে ভান ভণিতার মাথা খুঁড়ে ছুঁড়ে দিলাম
গুচ্ছ গুচ্ছ কথা মালা, উঁচু-নিচু স্বরে।

অচলতা অলসতার আঁচলটা সে তো যেমন-তেমন ই, আছে-থাকে,
সারিবদ্ধতায় স্থির, বৈকালিক সুখ-সুখ দুঃখে।

ছবি ও গান নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ