পালিয়ে-বেড়ানো সময়

ছাইরাছ হেলাল ২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৩:১৩:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

নীড় খুঁজে ফেরা তারাদের দল
সহসা-ই কী যেন দেখতে পায়,
নীলের সীমানায় শাদা-রোদ্দুরে;

দেশান্তরি হওয়ার কথা কত্ত ভেবেছিল;
কষ্টগুলো ভাগাভাগি ভাঙাভাঙি না করতে পেরে
প্রত্যাহত দৃষ্টি, রেগে কাই হয়ে শিশি-ভাঙতে চেয়েছিল সজোড়ে,

অকস্মাৎ থেমে যায় কান্না-হৃদয়
বীণার ঝঙ্কারে, পাহাড়ি ফুলের গন্ধে;
কেউ একজন দাঁড়িয়ে আছে রজনীগন্ধা হাতে!
জিজ্ঞেস করি না
কী চাও? কিছু কি বলবে? নূতন করে?
ফাঁকা বুলির কাব্য-কথা হলেও!

ছবি... নেট থেকে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ