
পৃথিবী আনবিক অস্ত্রে সাজুক,মানুষ যদি হয় মানবিক,
ক্ষুধার্ত, নিগৃহীত মানুষের মুখের একেকটি হাসি হবে একেকটি স্বর্ণপদক!
রক্তে রাঙ্গাতে হবেনা রাজপথ,
নিজ পরিবার, আত্মীয় পড়শীর প্রতি যথাকর্তব্য করাই হোক
আমাদের প্রতিমুহূর্তের দীপ্ত শপথ ।
মানুষ মানুষের জন্য,
এই মূলমন্ত্রের চর্চা হলে প্রতিটি অন্তরে,
খুন, ধর্ষণ, হানাহানি রাহাজানি থাকবে না আর পৃথিবীর পরে।
আসলে মানুষ প্রথমে নিজ পরিবার থেকেই অমানবিকতা দেখে, ঠকতে ঠকাতে শিখে,
একটি নিষ্পাপ ভ্রূণ বাবা মায়ের মানসিকতার ধারক,
সে পৃথিবীর পরিচয় পায় সেই নিরিখে।
জন্মের আগেই নিপীড়িত মায়ের জঠরে কুঁকড়ে থাকা শিশু কি করে সাহসী বীরপুরুষ হবে,
কিংবা বিদুষী মাদার তেরেসার আদল পাবে?
ভাই – ভাইকে, বোনকে তার ন্যায্য থেকে বঞ্চিত করে,
পড়শী পড়শীর সুখে পরশ্রীকাতর হয়ে পড়ে,
গরীব আত্মীয়কে সাহায্য দূরের কথা পরিচয় দিতে কুণ্ঠাবোধ করে,
এসব দেখে বড় হওয়া শিশুটি দেশের সুনাগরিক হবে কি করে?
পারিবারিক সম্প্রীতি আর সুশৃঙ্খলতাই পারে একেকটি মহামানবের জন্ম দিতে।
আমাদেরকেই গড়ে তুলতে হবে সেই মানুষ, পুষ্পসম নিষ্কলুষ পৃথিবীর নেতৃত্বে।
ছবি নেটের
২০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“পারিবারিক সম্প্রীতি আর সুশৃঙ্খলতাই পারে
একেকটি মহামানবের জন্ম দিতে।”
সেদিনের প্রতীক্ষায় দিন গুনে যাই
সোনেলার উঠানে শুভ কামনায়।
খাদিজাতুল কুবরা
উৎসাহিত হলাম দাদা।
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
নিরব সাগর
সুন্দর উপস্থাপন,মুগ্ধ হয়েছি।
খাদিজাতুল কুবরা
আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন সুহৃদ ।
ভালো থাকুন শুভকামনা সর্বক্ষণ ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
পারিবারিক শিক্ষা, সংসস্কৃতি, গৌরব, ঐতিহ্য ছাড়া পরিবার সুন্দর হতে পারে না। ভালোই বলেছেন — আমাদেরকেই গড়ে তুলতে হবে সেই মানুষ, পুষ্পসম নিষ্কলুষ পৃথিবীর নেতৃত্বে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
আমার লেখার সুন্দর বিশ্লেষণ করেছেন ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ।
ফয়জুল মহী
অনবদ্য প্রকাশ। অপরিসীম ভালো লাগলো।
খাদিজাতুল কুবরা
আমার সৌভাগ্য যে আমার ক্ষুদ্র প্রয়াস আপনার ভালো লেগেছে ।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ।
সুপর্ণা ফাল্গুনী
”মানুষ মানুষের জন্য,
এই মূলমন্ত্রের চর্চা হলে প্রতিটি অন্তরে,
খুন, ধর্ষণ, হানাহানি রাহাজানি থাকবে না আর পৃথিবীর পরে।”- এটাই হোক, খুব ভালো লাগলো কথাগুলো । ভালো থাকুন সর্বদা
খাদিজাতুল কুবরা
দিদি আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ।
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
তৌহিদ
শিশুর মানসিক বিকাশে পারিবারিক শিক্ষার বিকল্প নেই। মানুষের মহৎকর্ম তখনই পূর্ণতা পায় যখন তার মানবিক গুনাবলি প্রকাশ পায় তার মূল্যবোধে।
চমৎকার লিখেছেন আপু।
খাদিজাতুল কুবরা
চমৎকার বিশ্লেষণ করেছেন। আমি খুব উৎসাহ পেলাম।
আপনার জন্য শুভকামনা নিরন্তর ।
সাবিনা ইয়াসমিন
পারিবারিক সুশিক্ষা আর মানবিক আদর্শে গড়ে উঠুক পৃথিবীবাসী। চমৎকার কবিতা লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু অনুপ্রেরণা পেলাম। আপনার প্রশংসা পেয়ে আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হয়েছে।
শুভেচ্ছা অবিরাম।
জিসান শা ইকরাম
পারিবারিক পরিবেশ এবং শিক্ষাই মানুষকে সঠিক মানুষ হিসেবে তৈরি করে।
মানুষ যেন অমানুষ না হয়।
ভালো লিখেছেন আপু।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার সুন্দর বিশ্লেষণ আমার লেখাটিকে অলংকৃত করেছে।
কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে শুভকামনা।
আরজু মুক্তা
charity begins at home.
সুতরাং শিক্ষা গুলো পরিবার থেকেই মানুষ শিখে
খাদিজাতুল কুবরা
আপু খুব সুন্দর বললেন।
আমার প্রাণভরা ভালোবাসা রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন।
হালিম নজরুল
পারিবারিক সম্প্রীতি আর সুশৃঙ্খলতাই পারে একেকটি মহামানবের জন্ম দিতে।
———চমৎকার কথা।
খাদিজাতুল কুবরা
লেখার আত্মা স্পর্শ করেছে আপনার মূল্যবান মন্তব্যটি।
আন্তরিক ধন্যবাদ।